• এশিয়া কাপ ২০১৮
  • " />

     

    দেশ ও দলের জন্যই ব্যাটিংয়ে নেমেছিলাম: তামিম

    দেশ ও দলের জন্যই ব্যাটিংয়ে নেমেছিলাম: তামিম    

     

    ততক্ষণে নিশ্চিত হওয়া গিয়েছে, এশিয়া কাপ শেষ হয়ে গেছে তার। তবে সবাইকে চমকে দিয়ে ইনজুরি নিয়েই ব্যাটিংয়ে নেমেছিলেন তামিম ইকবাল। আক্ষরিক অর্থে এক হাতেই ব্যাট করে প্রশংসা কুড়িয়েছেন সবারই। আঘাত পাওয়া হাত নিয়ে ব্যাটিং করার সেই মুহূর্তকে স্মরণ করে তামিম বলছেন, ওই কয়েক সেকেন্ডে নিজেকে খুব বেশি সাহসী মনে হচ্ছিল তার।

    শেষ উইকেটে মুশফিকুর রহিমকে সঙ্গ দেওয়ার জন্য নেমেছিলেন তামিম। ক্রিকইনফোকে জানিয়েছেন, শুধুমাত্র দল ও দেশের কথা ভেবেই নাকি তার এমন সিদ্ধান্ত, ‘ওই দশ সেকেন্ডে নিজেকে খুব সাহসী লাগছিল। গ্যালারির দর্শকের চিৎকারে খুব বেশি উজ্জীবিত হয়েছিলাম। যা হওয়ায় হোক, আমাকে তখন ক্রিজে নামতেই হতো! আসলে দেশ ও দলের জন্যই এটা করেছি।’

    কবজিতে আঘাত নিয়ে ব্যাটিংয়ে নামাটা যে ক্যারিয়ারের জন্য বড় ঝুঁকি ছিল, সেটা বুঝতে পারছেন তামিম, ‘এখন ভাবলে মনে হয়, ব্যাপারটা আসলে খুবই ঝুঁকির ছিল! যে বলটা খেলেছি, সেটা যদি আমি মিস করতাম তাহলে সোজা আমার ওই হাতে লাগতো!’

    ব্যাটিংয়ে নামার সময় সতীর্থদের সহায়তার ব্যাপারটাও জানালেন তামিম, ‘রুবেল ক্রিজে থাকার সময়ই প্যাড পরার কথা ভাবছিলাম। মাশরাফি ভাই আমার গ্লাভস কেটে দিলেন, মুমিনুল ও অন্যরা আমার প্যাড পরতে সাহায্য করল। জীবনে প্রথমবার কেউ আমাকে অ্যাবডম্যান গার্ডও পরিয়ে দিয়েছে! সবাই আমাকে সাহায্য করছিল।’

    শেষ পর্যন্ত ঝুঁকি নিয়ে নামাটা কাজে দিয়েছিল। তামিমের সাথে সাথে শেষ উইকেটে ৩২ রানের জুটি গড়ে বাংলাদেশকে লড়াই করার পুঁজি এনে দিয়েছিলেন মুশফিক। মুশফিককে সেই সঙ্গটা দিতে পারায় দারুণ খুশি তামিম, ‘এশিয়া কাপ নিয়ে অনেক আশা ছিল। ওই মুহূর্তে আবেগি হয়ে পড়েছিলাম। ভাবছিলাম, যদি একটা বল খেললেও দল ১০ রান পায়, সেটাই তো অনেক! কেউ ভাবেনি আমি একটা বল খেলতে পারব, আর শেষ উইকেটে ৩২ রান আসবে! মুশফিক আসলেই অসাধারণ খেলেছে।’