• এশিয়া কাপ ২০১৮
  • " />

     

    লংকান ব্যাটসম্যানদের মানসিকভাবে শক্ত হতে হবে: সামারাবিরা

    লংকান ব্যাটসম্যানদের মানসিকভাবে শক্ত হতে হবে: সামারাবিরা    

    প্রথম ম্যাচে হেরে তারা খাদের কিনারায় দারিয়ে। আফগানিস্তানের বিপক্ষে আজ হেরে গেলেই বিদায়ঘণ্টা বেজে যাবে শ্রীলংকার। বাঁচা মরার ম্যাচকে সামনে রেখে লংকান ব্যাটিং কোচ থিলান সামারাবিরা বলছেন, ঘুরে দাড়াতে হলে ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে।

    গত কয়েক সিরিজেই শুরুটা ভালো হয়নি শ্রীলংকার। সেই ধারাবাহিকতায় এশিয়া কাপেও হার দিয়ে শুরু লংকানদের। এই ব্যাপারটাই দুশ্চিন্তার ভাজ ফেলছে সামারাবিরার কপালে, ‘গত ৭ মাসে যে টুর্নামেন্টই হয়েছে, আমরা বাজেভাবে শুরু করেছি। বাংলাদেশের বিপক্ষে সিরিজে দুই ম্যাচ হেরেছি শুরুতেই, দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও প্রথম ম্যাচে হেরেছি ৩০ রানে ৫ উইকেট হারিয়ে। বাংলাদেশের বিপক্ষে সেদিন ৬০ রানে ৬ উইকেট হারিয়েছিলাম। এটা খুব বেশি হতাশার।’

    চাপে থাকা শ্রীলংকা ঘুরে দারিয়ে জিতবে, এমনটাই আশা সামারাবিরার, ‘যখন ব্যাটসম্যানদের ওপর চাপ আসে, তখন তাদের সিদ্ধান্ত নেওয়াটা সঠিক হচ্ছে না। তাদের আত্মবিশ্বাসের ঘাটতি আছে। মানসিকভাবে তাদের আরও শক্ত হতে হবে, তাহলেই জয় আসবে।’

    আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে শ্রীলংকা।