• এশিয়া কাপ ২০১৮
  • " />

     

    হারের জন্য ব্যাটসম্যানদের দুষলেন ম্যাথিউস

    হারের জন্য ব্যাটসম্যানদের দুষলেন ম্যাথিউস    

     

    প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হারের পর তিনি বলেছিলেন, ব্যাটসম্যানদের ব্যর্থতার জন্যই জিততে পারেনি শ্রীলংকা। আগফানিস্তানের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে পুনরাবৃত্তি ঘটল একই ঘটনার। ৯১ রানে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে অ্যাঞ্জেলো ম্যাথিউসের শ্রীলংকা। টানা দুই ম্যাচে বড় ব্যবধানে হেরে এমন বিদায় কিছুতেই মানতে পারছেন না লংকান অধিনায়ক।

    লক্ষ্য খুব একটা বেশি ছিল না। ২৫০ রান তাড়া করতে নেমে শ্রীলংকা করল মাত্র ১৫৮। লংকানদের শেষ ৬ উইকেট পড়েছে মাত্র ৫০ রানে।

    ব্যাটসম্যানদের ব্যর্থতা মানতে পারছেন না ম্যাথিউস, ‘আমি হতবাক, ক্ষুব্ধও। এটা পুরো দলের জন্যই হতাশার ব্যাপার। প্রথম ম্যাচেও আমরা ১৫০ রানের মাঝে অলআউট হয়েছি। আফগানিস্তান সবদিকেই আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে। আমরা নিজেদের কারণেই হেরেছি।’

    হারের পুরো দায়ভার ব্যাটসম্যানদের ওপরেই চাপালেন ম্যাথিউস, ‘আমাদের বোলাররা ভালো করেছে, প্রতিপক্ষকে অল্প রানেই আটকে ফেলেছিল তারা। আগের ম্যাচের চেয়ে অনেক উন্নতি হয়েছে বোলিং বিভাগে। তবে ব্যাটসম্যানরা সেটা কাজে লাগাতে পারেননি। তাদের ব্যর্থতার জন্যই আমরা বাদ পড়েছি।’