• এশিয়া কাপ ২০১৮
  • " />

     

    রশিদ-মুজিবদের নিয়ে ভাবছেন না মিঠুন

    রশিদ-মুজিবদের নিয়ে ভাবছেন না মিঠুন    

    আগানিস্তানের সবচেয়ে বড় শক্তি কী? প্রশ্নের উত্তরে সবার আগেই আসবে দুই স্পিনারের নাম। রশিদ খান ও মুজিবুর রহমানকে সামলাতে রীতিমত হিমশিম খেতে হয় প্রতিপক্ষকে। কাল শ্রীলংকাও সেই স্পিন বিষেই নীল হয়ে বাদ পড়েছে এশিয়া কাপ থেকে। গ্রুপ পর্বে্র শেষ ম্যাচে এই আফগানদের বিপক্ষেই লড়বে বাংলাদেশ। মোহাম্মদ মিঠুন বলছেন, রশিদ-মুজিবদের নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছে না দলের ব্যাটসম্যানরা।

    শেষ ম্যাচে আফগান স্পিনারদের সামলাতে প্রস্তুত বাংলাদেশ, জানালেন মিঠুন, ‘রশিদ আর মুজিব অসাধারণ বোলার। কিন্তু তাদের বল খেলাই যায় না ব্যাপারটা এমন না। আমরা ওয়ানডেতে যথেষ্ট শক্তিশালী। আফগান স্পিনারদের নিয়ে খুব বেশি ভাবা যাবে না, এটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পরিকল্পনা অনুযায়ী তাদের খেলতে পারলেই আর সমস্যা হবে না।’

    আফগানিস্তানকে হারালেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। গ্রুপ সেরা হওয়ার ব্যাপার যথেষ্ট আশাবাদী মিঠুন, ‘আমরা গ্রুপ চ্যাম্পিয়নস হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। শ্রীলংকার বিপক্ষে ম্যাচ থেকে অনেক ইতিবাচক বিষয় নেওয়ার আছে। তবে আফগানিস্তানের বিপক্ষে জিততে হলে নিজেদের সেরাটাই দিতে হবে। এটা না হলে যেকোনো ছোট দল নিজেদের দিনে আমাদের হারাতে পারে।’

    পরশু আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।