• " />

     

    সাংবাদিকদের 'অযথাই' পিছু নিতে বারণ ম্যারাডোনার

    সাংবাদিকদের 'অযথাই' পিছু নিতে বারণ ম্যারাডোনার    

     

    তিনি কোথাও যাবেন, আর ক্যামেরা তার পিছু নেবে না, তা কি হয়? ডিয়েগো ম্যারাডোনাকে নিয়ে সংবাদমাধ্যমের এই আগ্রহ নতুন কিছু নয়। তবে মেক্সিকোতে কোচিং করাতে গিয়ে এবার সাংবাদিকদের ওপর বেশ চটেছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি তাকে অযথাই পিছু করতে বারণ করেছেন সাংবাদিকদের।

    গত ৬ সেপ্টেম্বর মেক্সিকোর দ্বিতীয় বিভাগের ক্লাব ডোরাডস ডি সিনালোয়ার কোচের দায়িত্ব নেন ম্যারাডোনা। গতকাল দলের ফুটবলারদের সাথে হোটেলে দেখা করতে যান তিনি। খাওয়াদাওয়া শেষে বের হওয়ার পর দেখে, বহু সাংবাদিক ও ক্যামেরাম্যানের জটলা। হোটেলের দরজা দিয়ে বের না হতেই ম্যারাডোনাকে ঘিরে ধরেন সবাই, আসতে থাকে একের পর এক প্রশ্ন।

    আর এতেই যারপরনাই বিরক্ত হয়েছেন ম্যারাডোনা, ‘এটা মোটেও ঠিক নয়। খেলার আগে ও পরে আমাকে সেটা নিয়ে প্রশ্ন করা যেতে পারে। কিন্তু আমি কী খাচ্ছি, কোথায় যাচ্ছি এসব নিয়ে এত নাক গলানো পছন্দ নয়। সবসময় আমাকে পিছু করা বন্ধ করতে হবে।’

    এদিকে গত রবিবার রাতেই ম্যারাডোনা সিনালোয়া ক্লাব কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছিলেন, একটি স্থানীয় টিভি চ্যানেল গোপনে তার বাসভবনের ছবি তুলছে ও ভিডিও করছে।  

    কোচিংয়ে বরাবরই ‘ফ্লপ’ ম্যারাডোনার মেক্সিকো পর্বটা শুরু হয়েছে জয় দিয়েই। ক্যাফেটালেরসকে ৪-১ গোলে হারিয়েছে তার দল।