প্রতিপক্ষের জন্য গোল দিলেন না টট্টি পুত্র
বাবা ফ্রানসেস্কো টট্টি, ছোটবেলা থেকেই তাই আলো কেড়েছেন তিনি। এক ক্লাবের হয়ে ক্যারিয়ার পার করে দেওয়া টট্টি নিপাট ভদ্রলোক। মাঠের খেলা তো ছিলই, চরিত্রের কারণেও অনুসরণীয় হয়ে ছিলেন টট্টি। তার ছেলে ক্রিস্টিয়ান টট্টিও অনুসরণ করছেন তাকেই। বয়সের তুলনায় হয়ত আরেকটু বেশি পরিণত! বয়স ১২, খেলছিলেন রোমার বয়সভিত্তিক দলের হয়ে। অনুর্ধ্ব-১৪ মাদ্রিদ ফুটবল কাপের ম্যাচ, ওই বয়সে গোলের সামনে গিয়ে গোলই করতে চাইবেন আপনি। কিন্তু টট্টির ছেলে প্রশংসা কুড়ালেন গোল না করেই।
ক্রিস্টিয়ান আর গোলের মধ্যে কোনো বাধাই ছিল না। ডিফেন্ডার, গোলরক্ষক সবাইকে কাটিয়েই চলে গিয়েছিলেন টট্টি জুনিয়র। পা দিয়ে ঠেলে বলটা গোললাইন অতিক্রম করিয়ে দিতে পারতেন চাইলেই। কিন্তু ক্রিস্টিয়ান সেটা করেননি, থেমে গেছেন, আর গোলটা দেননি। প্রতিপক্ষের এক খেলোয়াড় আর তার পায়ে লেগেই পড়ে গিয়েছিলেন। গোলের সামনে গিয়েও তাই গোল না করে ক্রিস্টিয়ান বল মেরেছেন বাইরে দিয়ে, ছুটে গিয়েছেন প্রতিপক্ষের কাছে। আহত প্রতিপক্ষের সেবা করার জন্যই বলটা বাইরে মেরে দিয়েছিলেন ক্রিস্টিয়ান।
এই ঘটনার পর টট্টি পুত্র ভেসেছেন প্রশংসার বৃষ্টিতে। আর নিজে বলেছেন তার কাছে গোলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল তার প্রতিপক্ষ ঠিক ছিল কী না সেটা যাচাই করা। “সে ঠিক আছে কী না সেটা দেখাই গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে। গোল করাটা এতো গুরুত্ব পায়নি তখন।” ১২ বছর বয়সে যে বিচক্ষণতার স্বাক্ষর রেখে যাচ্ছেন ক্রিস্টিয়ান, হয়ত ফুটবলে ভদ্রলোকদের তালিকায় বাবাকেও ছেড়ে যাবেন তিনি।