এশিয়া কাপের সময়সূচী নিয়ে অখুশি সরফরাজ
এশিয়া কাপের সময়সূচী নিয়ে প্রশ্ন জেগেছিল টুর্নামেন্ট শুরুর আগেই। শেষ মুহূর্তে ভারতের জন্য সূচীর পরিবর্তন আনায় খুশি হননি অনেকেই। এবার পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ তো বলেই দিলেন, এশিয়া ক্রিকেট কাউন্সিল সবাইকে ‘সমান চোখে’ দেখছে না, ভারতকে দেওয়া হচ্ছে বাড়তি সুবিধা।
প্রথমে বলা হয়েছিল, গ্রুপ এ তে যে দল দ্বিতীয় হবে, তারা সুপার চারের প্রথম ম্যাচ খেলবে আবুধাবিতে। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত হয়, ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হলেও ম্যাচ খেলবে দুবাইতে। বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানকে আবুধাবি ও দুবাইয়ে যাওয়া আসা করতে হবে।
ভারত একটু বেশিই সুবিধা পাচ্ছে, দাবি সরফরাজের, ‘ভারত হারলেও দুবাইতে ম্যাচ খেলবে। এরকম টুর্নামেন্টে ভ্রমণ করা একটা বড় ব্যাপার। যদি আপনি দুই ম্যাচের মাঝে দেড়-দুই ঘণ্টা ভ্রমণ করেন, সেটা কষ্টকর। বিশেষ করে এখানকার যে আবহাওয়া, সবার জন্যই এটা খারাপ। আমার মনে হয় সব দলের জন্য সমান ব্যবস্থা করা উচি। যদি আবুধাবিতে খেলতেই হয়, তাহলে সব দলকেই খেলতে হবে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল হয়ত এসব নিয়ে ভাবে না।’
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ ভারতের মুখোমুখি পাকিস্তান। মাঠে খেলা দেখতে আসতে পারেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খানও। এই ম্যাচকে ঘিরে তাই প্রত্যাশার চাপটা বেড়েছে কয়েকগুণ। সরফরাজ অবশ্য বাড়তি চাপ নিতে চান না, ‘আমি আগেও বলেছি, অন্য দশটা ম্যাচের মতোই এই ম্যাচটাকে নেবো। সমর্থকরা তো বলবেই, যেভাবেই হোক ভারতের বিপক্ষে জিততে হবে। আমি সবার বিপক্ষেই জিততে চাই। ভারত-পাকিস্তান ম্যাচ অবশ্যই একটা বিশেষ কিছু। যে এই ম্যাচে ভালো খেলে, সেই নায়ক হয়ে যায়। শেষ দেখায় আমরা জিতেছি, তবে সেটা অতীত। এবার জিততে হলে আরও ভালো খেলতে হবে।’