• এশিয়া কাপ ২০১৮
  • " />

     

    আমরা নিজেদের প্রমাণ করেছি: আনশুমান

    আমরা নিজেদের প্রমাণ করেছি: আনশুমান    

    যদি পেছন ফিরে তাকান, কালকের ম্যাচের কথা ভেবে একরাশ হতাশা অবশ্যই জেঁকে ধরবে তাকে। ভারতের বিপক্ষে যে ঐতিহাসিক এই জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল হংকং। শেষ পর্যন্ত ২৬ রানে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে আনশুমান রাথের দলের। তবে এমন হারের পরেও আনশুমান দেখছেন আশার আলো। তিনি বলছেন, ভারতের মতো দলের বিপক্ষে এরকম পারফরম্যান্স হংকংকে ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পথে আরেকধাপ এগিয়ে নিয়ে গেছে।

    নিজাকাত খানের সাথে আনশুমানের ১৭৪ রানের সেই অবিশ্বাস্য ওপেনিং জুটি বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল রোহিত শর্মাদের। একটা সময় মনে হচ্ছিল, হয়ত অঘটন ঘটিয়ে ফেলবে হংকং। এরপর ম্যাচটা হাতছাড়া হওয়ায় হতাশ আনশুমান, ‘আসলে অনুভূতিটা অম্লমধুর। আমরা বিশ্বকে দেখিয়ে দিয়েছি যে আমরাও পারি! আমরা নিজেদের প্রমাণ করেছি এই ম্যাচে। ভারতকে বাগে পেয়েও হারাতে পারিনি, এই আফসোসটা থাকবে অনেকদিন। আমাদের ম্যাচটা জিতে আসা উচিত ছিল।’

    বড় টুর্নামেন্টে কালেভদ্রে খেলা হয় হংকংয়ের। আনশুমান মনে করেন, ভালো খেলার জন্য বড় দলের বিপক্ষকে খেলার বিকল্প নেই, ‘আফগানিস্তানের দিকে তাকান, ২০১১-১৫ সালের মাঝে তারা আমাদের মতোই পারফর্ম করত। ধীরে ধীরে বড় টুর্নামেন্টে সুযোগ আসলো, তারা নিজেদের মেলে ধরল। এখন তাদের দিকে তাকান, যেকোনো প্রতিপক্ষকে তারা হারাতে পারে। সহযোগী দেশগুলোর প্রধান সমস্যা একটাই, তারা খেলার সুযোগ কম পায়। সুযোগ সুবিধাও অনেক কম। আমরা বেশি বেশি খেলতে চাই।’

    বহু প্রতীক্ষিত ওয়ানডে স্ট্যাটাস কবে আসবে, জানা নেই হংকংয়ের। তবে আগামী মাসে অনুষ্ঠিত আইসিসির বৈঠকে ভারতের বিপক্ষকে পারফরম্যান্স যে সবার আলোচনার বিষয় হবে, এই ব্যাপারে নিশ্চিত আনশুমান, ‘জানিনা আইসিসি আমাদের ব্যাপারে কী ভেবে রেখেছে। আশা করি ভারতের বিপক্ষে আমাদের পারফরম্যান্স তাদের নজরে আসবে। আগামী দুই-তিন বছর আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আইসিসিসহ অন্য সবার বুঝা উচিত, সহযোগী দেশগুলো এখন অনেক এগিয়ে গেছে।’

    এশিয়া কাপে বাছাইপর্ব পেরিয়ে খেলতে এসেছিল হংকং। দুই ম্যাচ হেরে বিদায় ঘণ্টাও বেজে গেছে। কিন্তু ভারতের বিপক্ষে এই ম্যাচটা দিয়েছে বাড়তি আত্মবিশ্বাস। সেটাই হয়ত এশিয়া কাপে আনশুমানদের সবচেয়ে বড় প্রাপ্তি।