• এশিয়া কাপ ২০১৮
  • " />

     

    এশিয়া কাপে সুপার ফোরের সূচি নিয়ে 'প্রশ্ন'

    এশিয়া কাপে সুপার ফোরের সূচি নিয়ে 'প্রশ্ন'    

    এশিয়া কাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলেছে ১৫ সেপ্টেম্বর, পরের ম্যাচ ২০ সেপ্টেম্বর। ভারত ১৮ তারিখে খেলেছে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ, ১৯ তারিখ খেলছে আরেকটি। ভারত কোনও ম্যাচ খেলার আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা! এশিয়া কাপের সূচিটা বেশ অদ্ভুতই। শুধু দিন-তারিখ নয়, এশিয়া কাপে কোন দল কোন ভেন্যুতে খেলবে, সেসব নিয়েও আছে সমালোচনা। 

    দুই গ্রুপ থেকে দুইটি করে চারটি দল যাবে সুপার ফোরে, শ্রীলঙ্কা ও হংকংয়ের বিদায়ে নিশ্চিত হয়ে গেছে সেই চারটি দলও। তবে সুপার ফোর হবে রাউন্ড রবিন লিগে, কোন ম্যাচ কবে, কোথায়, তা নির্ভর করছে গ্রুপ-চ্যাম্পিয়ন ও গ্রুপ রানার্স-আপের ওপর। অবশ্য এখন সেটি আর করছে না। দ্য ডেইলি স্টার বলছে, সুপার ফোরের জন্য সূচি এরই মাঝে দিয়ে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল, এসিসি। সেখানে “গ্রুপ চ্যাম্পিয়ন” ও “গ্রুপ রানার্স-আপ”-এর জন্য অপেক্ষা না করেই দেওয়া হয়েছে পূর্ণাঙ্গ সূচি। 

    এসিসির অফিশিয়াল ওয়েবসাইটে অবশ্য আপডেট করা হয়নি নতুন ফিক্সচার। সেখানে এখনও সূচিতে আছে অনির্দিষ্ট দল, “এ ওয়ান বনাম বি টু” হিসেবে। এশিয়া কাপের ফিক্সচারে “এ ওয়ান”-এর সুপার ফোরের প্রতিটি ম্যাচই রাখা হয়েছে দুবাইয়ে। এখন ‘প্রকাশিত’ সূচিতে ভারতকে ধরা হয়েছে ‘এ ওয়ান’, পাকিস্তানকে ‘এ টু’। ফলে দুবাইয়েই সব ম্যাচ খেলতে পারবে ভারত। অন্যগ্রুপে আফগানিস্তানকে ধরা হচ্ছে এখন ‘বি ওয়ান’, বাংলাদেশকে ‘বি টু’।

    গ্রুপ-পর্বের আগে থেকেই যদি ‘এ ওয়ান’, ‘এ টু’ ঠিক করে রাখা হয়ে থাকে (যেটা টুর্নামেন্টের সূচির ভজকট ঠেকাতে করা হয়), তবুও এর মাপকাঠি নিয়ে উঠছে প্রশ্ন। র‍্যাংকিংয়ে শ্রীলঙ্কা বাংলাদেশের চেয়ে পিছিয়ে, এসিসির শেষ টুর্নামেন্টেও ফাইনাল খেলেছে বাংলাদেশ। তবুও বাংলাদেশকে ধরা হচ্ছে ‘বি টু’। আর ‘শ্রীলঙ্কার জায়গায় আসা’ আফগানিস্তানকেই ধরা হচ্ছে ‘বি ওয়ান’। আবার তার মধ্যে ভারতকে এ ওয়ান ধরে সব ম্যাচ ফেলা হয়েছে দুবাইতে। এ নিয়ে কাল পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ নিজের ক্ষোভও জানিয়েছেন। আজ বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও সরাসরি নিজের ক্ষোভটা জানিয়েছেন, 'একজন পাগলও এই সূচি মেনে নিতে পারবেন না'। 


    সুপার ফোরের সূচি 

    ২১ সেপ্টেম্বর, ভারত-বাংলাদেশ, দুবাই
        পাকিস্তান-আফগানিস্তান, আবুধাবি

    ২৩ সেপ্টেম্বর, ভারত-পাকিস্তান, দুবাই
        বাংলাদেশ-আফগানিস্তান, আবুধাবি

    ২৫ সেপ্টেম্বর, ভারত-আফগানিস্তান, দুবাই

    ২৬ সেপ্টেম্বর, বাংলাদেশ-পাকিস্তান, আবুধাবি