• এশিয়া কাপ ২০১৮
  • " />

     

    ১০ রানে ৮ উইকেট নিয়ে নতুন রেকর্ড শাহবাজের

    ১০ রানে ৮ উইকেট নিয়ে নতুন রেকর্ড শাহবাজের    

    ১০ রানে ৮ উইকেট নিয়ে লিস্ট ‘এ’-তে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন ঝাড়খন্ডের বাঁহাতি স্পিনার শাহবাজ নাদিম। তিনি ভেঙেছেন ১৯৯৭-৯৮ মৌসুমে রাহুল সাংভির ১৫ রানে ৮ উইকেটের রেকর্ড। শাহবাজের বোলিং তোপে ভারতের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফির ম্যাচে ৭৩ রানে অল-আউট হয়ে ৭ উইকেটে হেরেছে রাজস্থান। 

    কদিন আগে এশিয়া কাপে ভারতের স্কোয়াডকে সাহায্য করতে দুবাই ছিলেন শাহবাজ, সিদ্ধার্থ কৌল। কৌল এর মাঝেই চোটগ্রস্ত ভারত দলে ডাক পেয়েছেন, আর শাহবাজ গড়লেন রেকর্ড। তিনি অবশ্য দাঁড়িয়েছিলেন দশ উইকেটের অনন্য রেকর্ডের সামনে, রাজস্থানের প্রথম ৮ উইকেটই পেয়েছিলেন তিনি। চেন্নাইয়ের এ মাঠে কন্ডিশন ছিল স্পিন-সহায়ক, তাতেই রাজস্থান ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলে দিয়েছেন তিনি। দুই ওভার মিলিয়ে হ্যাটট্রিকও করেছেন শাহবাজ। 


    লিস্ট ‘এ’-তে সেরা বোলিং
    ৮/১০, শাহবাজ নাদিম, ঝাড়খন্ড-রাজস্থান, চেন্নাই, ২০১৮-১৯
    ৮/১৫, রাহুল সাঙভি, দিল্লী-হিমাচল প্রদেশ, উনা, ১৯৯৭-৯৮
    ৮/১৯, চামিন্দা ভাস, শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে, কলম্বো (এসএসসি), ২০০১-০২
    ৮/২০, থারাকা কোত্তেহেওয়া, নন্ডেস্ক্রিপটস-রাগমা, কলম্বো (মুরস), ২০০৭-০৮
    ৮/২১, মাইকেল হোল্ডিং, ডার্বিশায়ার-সাসেক্স, হোভ, ১৯৮৮


    প্রথম উইকেট পেতে অবশ্য দশম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে শাহবাজকে, ওপেনার অমিতকুমার গৌতমকে বোল্ড করার সময় রাজস্থানের রান ছিল ৩২। আর ৩৪ রান করতেই ৮ম উইকেট হারিয়েছে রাজস্থান। শেষ দুইটি উইকেট নিয়েছেন ঝাড়খন্ডের ১৯ বছর বয়সী স্পিনার অনুকুল রায়। তাকে টিপস দিয়ে তখন সাহায্যও করেছেন শাহবাজ। 

    “ইনিংস শেষ হওয়ার পর লোকে আমাকে বিশ্বরেকর্ডের কথা বলেছে”, ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন নাদিম। 

    “বোলিংয়ের সময় আমি যে হ্যাটট্রিক করেছি, সেটাই বুঝিনি। কারণ, ওভারের শেষ দুই বলে দুইটি উইকেট নিয়েছিলাম, পরের ওভারের প্রথম বলে আরেকটি। 

    “আট উইকেট পাওয়ার পর দশ উইকেট পাওয়ার ব্যাপারে ভেবেছিলাম। তবে আপনার কপালে যা থাকবে, আপনি সেটাই পাবেন। আমার কপালে আজ মাত্র আটটাই ছিল!”