• এশিয়া কাপ ২০১৮
  • " />

     

    হুট করে এশিয়া কাপের দলে সৌম্য-ইমরুল

    হুট করে এশিয়া কাপের দলে সৌম্য-ইমরুল    

    তামিম ইকবাল ছিটকে গিয়েছিলেন আগেই। কিন্তু তাঁর জায়গায় ডাকা হয়নি কাউকে। এবার লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর টানা ব্যর্থতার পর এশিয়া কাপ দলে হুট করে ডাক পেয়েছেন ইমরুল কায়েস ও সৌম্য সরকার। দুজনই আগামীকাল সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে যাত্রা করবেন।

    বিসিবির এইচপি দলের হয়ে চার দিনের ম্যাচ খেলতে সৌম্য ও ইমরুল আজ খুলনায়। প্রথম ইনিংসে সবুজ দলের হয়ে ফিফটি পেয়েছিলেন ইমরুল, আজ লাল দলের হয়ে ৪৮ রান করেছেন সৌম্য। তবে ম্যাচ শেষের আগেই দুজনকে উঠতে হচ্ছে আমিরাতের বিমানে। আগামী ম্যাচে লিটন-শান্তর জায়গায় তাঁদেরকে দেখার সম্ভাবনাও আছে।

    এশিয়া কাপের প্রথম তিন ম্যাচে একবারও দুই অঙ্ক ছুঁতে পারেননি লিটন ও শান্ত। তাঁদের বিকল্প হিসেবে তাই ডেকে পাঠানো হয়েছে সৌম্য ও ইমরুলকে। দুজন এক সময় ওয়ানডে দলে নিয়মিত হলেও অনেকদিন ধরে ওয়ানডে দলের বাইরে। সর্বশেষ গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে খেলেছিলেন সৌম্য ও ইমরুল। এরপর টি-টোয়েন্টিতে সৌম্য জায়গা পেলেও ইমরুল দলের বাইরেই থেকেছেন।  

    আগে থেকেই বাংলাদেশ স্কোয়াডে বাড়তি হিসেবে ডাকা হয়েছিল মুমিনুল হককে, আফগানিস্তানের সঙ্গে ম্যাচে খেলেছেনও তিনি। তামিমের বদলি হিসেবে এখন ডাকা হচ্ছে দুজনকে, বাংলাদেশ স্কোয়াডের সদস্যসংখ্যা এখন তাই দাঁড়াচ্ছে ১৭ জনে।