আমাকে বলির পাঠা বানানো হয়েছে: ম্যাথিউস
এশিয়া কাপের ব্যর্থতার পর পরিবর্তন আসবে, ধারণা করা হয়েছিল এমন কিছুই। শেষ পর্যন্ত হলোও সেটাই, শ্রীলংকার ওয়ানডে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ম্যাথিউস বলছেন, তাকে ‘বলির পাঠা’ বানিয়েছে লংকান ক্রিকেট বোর্ড।
প্রায় ৫ বছর অধিনায়ক থাকার পর গত বছর স্বেচ্ছায় দায়িত্ব ছেড়েছিলেন ম্যাথিউস। চন্ডিকা হাথুরুসিংহের কোচের দায়িত্ব নেওয়ার পর আবারও অধিনায়ক হয়েছিলেন তিনি। দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার দশ মাসের মাথায় এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ল ম্যাথিউসের শ্রীলংকা।
এশিয়া কাপের ব্যর্থতার এই ‘শাস্তি’ মানছে পারছেন না ম্যাথিউস, ‘আমি খুবই অবাক হয়েছি এমন সিদ্ধান্তে। বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে শ্রীলংকা বাজে পারফরম্যান্সের বলির পাঠা বানানো হয়েছে আমাকে!’
দলের ব্যর্থতার দায়ভার সম্পূর্ণভাবে নিজের কাঁধে নিতে নারাজ ম্যাথিউস, ‘আমি দলের হারের দায় নিতে রাজি, কিন্তু পুরো দায়ভার না! সব দায়ভার আমার, এমনটা শুনে খারাপ লাগছে। সব সিদ্ধান্ত কোচ, নির্বাচকদের সাথে নিয়েই করা হয়। তাই হারের পর শুধু অধিনায়ককে দায়ী করাটা উচিত নয়। তবে বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে মাথা পেতে নিচ্ছি।’
অধিনায়কত্ব হারানো ‘অভিমানী’ ম্যাথিউস অবসরের আভাসও দিলেন, ‘যদি বোর্ড ও নির্বাচকরা মনে করেন আমি এখন ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার মতো ফিট নই, তাহলে তারা সেটা সরাসরি বলে দেবেন। আমি সাথে সাথেই এই দুই ফরম্যাট থেকে অবসর নেবো। কারণ আমি দলের জন্য বোঝা হয়ে থাকতে চাই না।’
ম্যাথিউসের জায়গায় ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে দিনেশ চান্ডিমালকে।