ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েছিলেন আফগান ক্রিকেটার!
সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানকে বাগে পেয়েও শেষ ওভারে হেরেছিল আফগানিস্তান। তবে ম্যাচ শেষ হওয়ার তিনদিন পর আবারও আলোচনায় আসলো সেই ম্যাচ। আফগানিস্তানের এক ক্রিকেটার অভিযোগ করেছেন, পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচের আগে তার সাথে কথা বলতে এসেছিলেন ভারতীয় এক জুয়াড়ি!
জানা গেছে, দুবাইতে সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে এক আফগান ক্রিকেটারের সাথে কথা বলার চেষ্টা করে ভারতীয় এক জুয়াড়ি। কথা তো বলতেই দেননি, উল্টো সাথে সাথেই নাকি সেই ক্রিকেটার আফগান টিম ম্যানেজমেন্টকে ব্যাপারটা জানান। আফগানিস্তান ম্যানেজমেন্ট পরে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের কর্মকর্তাদের ওই জুয়ারির কথা জানান।
আফগানদের জানানোর পরেই সতর্ক হয় আইসিসি, গঠন করা হয় একটি বিশেষ দল। সেই দল পাকিস্তান-আফগানিস্তান ম্যাচের পাশাপাশি পুরো এশিয়া কাপ নিয়েই তদন্ত করবে বলে জানা গেছে। সেই তদন্তে থাকবে গ্রুপ পর্বে শ্রীলংকার টানা দুই ম্যাচ হেরে বিদায়ও।
এদিকে পিএসএলের পর দুবাইতে হতে যাচ্ছে আফগানিস্তান প্রিমিয়ার লিগ। এই টুর্নামেন্টকে সামনে রেখে বাজিকর নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করবে আইসিসি। পিএসএলের পুনরাবৃত্তি যেন না হয়, সেই চেষ্টাই থাকবে তাদের।