• এশিয়া কাপ ২০১৮
  • " />

     

    স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন শাহজাদ

    স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন শাহজাদ    

    কাল সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছিল খবরটি। আফগানিস্তান-পাকিস্তান ম্যাচের আগে নাকি এক আফগান ক্রিকেটারের সাথে কথা বলার চেষ্টা করেছিল এক ভারতীয় জুয়াড়ি। আজ জানা গেলো, আফগানিস্তান উইকেটকিপার মোহাম্মদ শাহজাদই সেই ক্রিকেটার। এশিয়া কাপ নয়, তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল আসন্ন আফগানিস্তান প্রিমিয়ার লিগে খারাপ খেলার জন্য।

    জুয়াড়ি যখন কথা বলতে এসেছিলেন, শাহজাদ তখন পাকিস্তানের বিপক্ষকে ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত। তাকে বলা হয়েছিল, আফগান টি-টোয়েন্টি লিগে সে নির্দিষ্ট কিছু ম্যাচে ‘খারাপ খেলতে’ পারবে কিনা। জুয়াড়ির সাথে কথা না বাড়িয়ে সেটা সরাসরি আফগান টিম ম্যানেজমেন্টকে জানান শাহজাদ। পরে সেটা জানান হয় আইসিসিকেও।

    আইসিসির এক কর্মকর্তা ব্যাপারটি নিশ্চিত করেছেন, ‘এশিয়া কাপ চলার সময় শাহজাদের কাছে জুয়াড়ি আসলেও সেটা আসলে এশিয়া কাপ নিয়ে ছিল না। তাকে আফগান টি-টোয়েন্টি লিগে স্পট ফিক্সিং করার প্রস্তাব দেওয়া হয়েছিল।’

    এদিকে আইসিসির অ্যান্টি করাপশন বিভাগের প্রধান অ্যালেক্স মার্শাল ব্যাপারটি নিয়ে খানিকটা চিন্তিতই বটে, ‘এশিয়া কাপে জুয়াড়ির ওই ঘটনা সাথে সাথেই আইসিসিকে জানান হয়েছে। গত ১২ মাসে ৩২ টি তদন্ত হয়েছে, ৮ জনকে সন্দেহের তালিকায় আনা হয়েছে, এদের মাঝে ৫জন অধিনায়কও আছেন। সামনেও এই তদন্ত চলতে থাকবে।’

    আগামী ৫ অক্টোবর আরব আমিরাতে শুরু হবে আফগানিস্তান প্রিমিয়ার লিগের প্রথম আসর।