আফ্রিদির রেকর্ড ছুঁলেন শাহজাদ
দলীয় সর্বনিম্ন রানে ব্যক্তিগত সেঞ্চুরি পূরণের রেকর্ডে পাকিস্তানের শহিদ আফ্রিদিকে ছুঁয়েছেন আফগানিস্তান ওপেনার মোহাম্মদ শাহজাদ। এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরি করেছেন শাহজাদ।
অভিষিক্ত দীপক চাহারকে ফ্লিক করে চার মেরে সেঞ্চুরি পূরণ করার সময় আফগানিস্তানের রান ছিল ১৩১। ২০০৫ সালে ভারতের বিপক্ষে কানপুরে আফ্রিদির সেঞ্চুরির সময়ও পাকিস্তানের রান ছিল ১৩১।
দলীয় সর্বনিম্ন রানে সেঞ্চুরি
মোহাম্মদ শাহজাদ- ১৩১, ২০১৮
শহিদ আফ্রিদি- ১৩১, ২০০৫
শেন ওয়াটসন- ১৩৫, ২০১১
হার্শেল গিবস- ১৩৬, ২০০৭,
ব্রেন্ডন ম্যাককালাম- ১৩৮, ২০১৫
করিম সাদিক- ১৩৯, ২০১২
ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়েই ৬৫ রান তুলেছিল আফগানিস্তান, তবে আরেক ওপেনার জাভেদ আহমাদি আউট হয়েছেন মাত্র ৫ রানে। এরপর রহমত শাহ ৩, হাসমতউল্লাহ শাহিদি ও আসগর আফগান পরপর দুই বলে ফিরেছেন কোনও রান না করেই। তবে একপ্রান্তে ছিলেন শাহজাদ। আফগানিস্তানের ১০০ রান ছোঁয়ার সময় শাহজাদের রান ছিল ৮৬।
৮৮ বলে সেঞ্চুরির সময় পর্যন্ত শাহজাদ মেরেছিলেন ১০টি চার ও ছয়টি ছয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত অপরাজিত আছেন তিনি। শাহজাদের আগের চারটি সেঞ্চুরি ছিল জিম্বাবুয়ে, কানাডা, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের বিপক্ষে।