শ্বাসরুদ্ধকর শুটআউটে ইউনাইটেডের বিদায়
টানা ১৫ টি পেনাল্টি নেওয়া হলো, তবুও মীমাংসা হচ্ছে না ম্যাচের! ৮-৭ ব্যবধানে তখন এগিয়ে ডার্বি কাউন্টি। ম্যাচ আরও এগিয়ে নিতে পরের পেনাল্টিতে গোল করতেই হতো ম্যানচেস্টার ইউনাইটেডের ফিল জোনসকে। কিন্তু তার শট বাঁ দিকে ঝাঁপিয়ে পরে ঠেকিয়ে দিলেন ডার্বি গোলরক্ষক স্কট কারসন, উল্লাসে ভাসল পুরো ডার্বি ডাগআউট। শ্বাসরুদ্ধকর এক পেনাল্টি শুটআউটের ডার্বির কাছে হেরে ইংলিশ লিগ কাপের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিল হোসে মরিনহোর ইউনাইটেড।
বিদায়টা হতে পারত নির্ধারিত সময়েই। ৯৫ মিনিট পর্যন্ত ২-১ গোলে পিছিয়ে থাকা ইউনাইটেডকে রক্ষা করেন বদলি হিসেবে নামা ফেলাইনি। তার দুর্দান্ত এক হেডেই ম্যাচ যায় পেনাল্টি শুটআউটে। ম্যাচের শুরুতে কিন্তু এগিয়ে গিয়েছিল ইউনাইটেডই। মাত্র ৩ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন হুয়ান মাতা। ব্যবধান আরও বাড়াতে পারতেন রোমেলু লুকাকু, ২৪ মিনিটে তার হেড অল্পের জন্য পোষ্টের ওপর দিয়ে যায়।
প্রথমার্ধে গোল না পেলেও দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় ডার্বি। ৫৯ মিনিটে ফ্রি কিক থেকে দারুণ এক গোল করেন হ্যারি উইলসন। ২০০৯ সালের পর লিগ কাপে ওল্ড ট্রাফোর্ডে ফ্রি কিক থেকে গোল করা তিনিই প্রথম ফুটবলার।
৬৭ মিনিটে বড় ধাক্কা খায় ইউনাইটেড, হ্যান্ডবল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মৌসুমের প্রথম ম্যাচে খেলতে নামা গোলরক্ষক সার্জিও রোমেরো। রোমেরোর বদলি হিসেবে নামা লি গ্রান্ট অবশ্য বেশ কয়েকটি ভালো শট ঠেকিয়েছেন। ৮৫ মিনিটে ইউনাইটেডকে হতাশায় ডুবিয়ে এগিয়ে যায় ডার্বি, জ্যাক ম্যাট্রিওটের হেড জালে জড়ালে হারের শঙ্কা জাগে। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল করে ম্যাচে সমতা আনেন ফেলাইনি। ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।
পেনাল্টি শুটআউটে যেন কিছুতেই মীমাংসা হচ্ছিল না ম্যাচের। দুই দলের ফুটবলাররাই নিখুঁত পেনাল্টি নিচ্ছিলেন। শুটআউটের স্কোর যখন ৮-৭, ইউনাইটেডের জোনসের পেনাল্টি ঠেকিয়ে ডার্বিকে জয় এনে দেন গোলরক্ষক কারসন। এই নিয়ে সব টুর্নামেন্ট মিনিলিয়ে টানা পাঁচ পেনাল্টি শুটআউটে হারল ইউনাইটেড।