ভারতের বিপক্ষে টাই জয়ের সমান: আসগর
শেষ ওভারে দরকার ছিল ৭ রান। রশিদ খানের ওভারে ভারত নিতে পারল ৬ রান। এশিয়া কাপের রোমাঞ্চকর এক ম্যাচে ভারতের সাথে টাই করেই মাঠ ছেড়েছে আফগানিস্তান। দারুণ এক ম্যাচের পর আফগান অধিনায়ক আসগর আফগান বলছেন, এই টাই তাদের কাছে জয়ের সামান।
ম্যাচটা ছিল শুধুই নিয়মরক্ষার। ফাইনাল কে সামনে রেখে বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রামে রেখেছিল ভারত। ব্যাটিংয়ে নেমে শাহজাদের দুর্দান্ত এক সেঞ্চুরিতে লড়াই করার পুঁজি পায় আফগানরা। বোলাররা সেই পুঁজি নিয়েই দুর্দান্ত এক লড়াই শেষ জিততে দেয়নি ভারতকে।
এশিয়া কাপের শেষ ম্যাচে এমন এক টাইয়ে তাই দারুণ খুশি আসগর, ‘যখন আপনি ভারতের মতো দলের সাথে টাই করবেন, সেটা জয়ের সমান। এরকম ম্যাচ দর্শকের জন্যও দারুণ উপভোগের বিষয়। পিচ স্পিন সহায়ক থাকায় আমাদের জন্য ভালো ছিল। দলের সবাই দারুণ খেলেছে। ওপেনিং পার্টনারশিপের পাশাপাশি আমাদের স্পিনাররাও এই টাইয়ের সাফল্যের ভাগীদার।’
দারুণ এক সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন ওপেনার শাহজাদ। তার প্রশংসায় পঞ্চমুখ আসগর, ‘শাহজাদ অবিশ্বাস্য ব্যাটিং করেছে। যখনই দল বিপদে পড়ে, শাহজাদ নিজের সেরা খেলাটা উপহার দেন। গত ম্যাচেও সে ভালো খেলেছে, তবে ভারতের বিপক্ষকে আসল শাহজাদকে দেখেছে সবাই। তার ইনিংসটা এক কথায় অসাধারণ, তাকে বিশেষ অভিনন্দন জানতে চাই।’