• ইংলিশ লিগ কাপ
  • " />

     

    হ্যাজার্ড জাদুতে লিভারপুলের বিদায়

    হ্যাজার্ড জাদুতে লিভারপুলের বিদায়    

     

    এই মৌসুমে লিভারপুলের শুরুটা হয়েছে দুর্দান্ত। প্রিমিয়ার লিগে ছয় ম্যাচের সবকয়টিতেই জিতে সবার ওপরে আছেন মোহামেদ সালাহরা। ক্লপের দলের মৌসুমের প্রথম ধাক্কাটা এলো ইংলিশ লিগ কাপে। অ্যানফিল্ডে এডেন হ্যাজার্ডের শেষ মুহূর্তে দুর্দান্ত এক গোলে লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে লিগ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে চেলসি।

    ম্যাচের প্রথমার্ধে সুযোগ এসেছিল দুই দলের সামনেই, তবে কেউই গোলের দেখা পায়নি। ১৭ ও ২১ মিনিটে আলভারো মোরাতা অল্পের জন্য গোল মিস করেন। ২২ মিনিটে ড্যানিয়েল স্টারিজ এগিয়ে দিতে পারতেন লিভারপুলকে। সাদিও মানের পাসে তার শট ঠেকিয়ে দেন চেলসি গোলরক্ষক। ৩৯ মিনিটে শাকিরির ক্রসে লাফিয়ে উঠে হেড করেছিলেন মানে, সেটাও আটকে দিয়েছেন কিপার।

    দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণে চেলসি রক্ষণভাগকে এক মুহূর্তের জন্যও স্বস্তি দেননি লিভারপুল ফরোয়ার্ডরা। মানে, লভরেন, মিলনাররা রক্ষণ ভেদ করে বক্সে ঢুকলেও গোল আসেনি। অবশেষে ৫৮ মিনিটে দলকে এগিয়ে দেন স্টারিজ, বক্সের ভেতর থেকে নেওয়া তার বাঁ পায়ের শট ঠেকানোর কোনো উপায়ই ছিল না।

    সমতা ফেরাতে মরিয়া চেলসি বারবার সুযোগ তৈরির চেষ্টা করেছে। সেই সমতা আসে ৭৯ মিনিটে। এমারসন পালমিরির গোল নিয়ে অবশ্য খানিকটা বিতর্ক উঠেছিল। অফ সাইড হয়েছে কিনা, সেটা নিয়ে ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারির সাহায্য নেন রেফারি। শেষ পর্যন্ত ভিএআরে গোলের বাঁশি বাজান তিনি।

    ম্যাচের তখন মাত্র পাঁচ মিনিট বাকি। পেনাল্টি শুটআউটই যখন ম্যাচের ভাগ্য মনে হচ্ছিল, তখনই দৃশ্যপটে হ্যাজার্ড। সিজার আজপিলিকুয়েটার পাসে বল পেলেন বক্সের অনেকটা বাইরে। তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে নিলেন দারুণ এক শট। গোলরক্ষক ঝাঁপিয়ে পড়েও সেটা থেকাতে পারলেন না। গতবারের মতো তাই এবারও কারাবাও কাপের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হলো লিভারপুলকে।