• এশিয়া কাপ ২০১৮
  • " />

     

    ম্যাথিউসকে 'বোঝা' ভাবতে শুরু করেছে সবাই: হাথুরুসিংহে

    ম্যাথিউসকে 'বোঝা' ভাবতে শুরু করেছে সবাই: হাথুরুসিংহে    

     

    অ্যাঞ্জেলো ম্যাথিউসের ফিটনেসে খুশি নন তিনি, এটা জানা গিয়েছিল আগেই। অধিনায়কত্ব কেড়ে নেওয়ার পর ওয়ানডে দল থেকেও ম্যাথিউসকে বাদ দিয়েছিলে শ্রীলংকা কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও নির্বাচকরা। হাথুরু বলছেন, ক্রিজে ম্যাথিউস যেভাবে দৌড়ান, সেটায় তাকে ‘বোঝা’ ভাবতে শুরু করেছেন সতীর্থরা!

    গত কয়েক বছর ধরেই ম্যাথিউসের ফিটনেস নিয়ে উঠেছে নানা প্রশ্ন। তবে এর মাঝেও নিয়মিত খেলেছেন, দায়িত্ব পালন করেছেন অধিনায়কেরও। হাথুরু জানালেন, এরকম ‘আনফিট’ ক্রিকেটার দলে থাকলে সেটা খুব একটা সুখকর ব্যাপার হয় না, ‘তার দৌড়ানোর গতিটা চিন্তার বিষয়। শুধু তার জন্য না, পুরো দলের জন্য। এই প্রভাবটা পুরো দলের ওপরই পরে। ২০১৭ তে তার গর ৫৯, সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও রান পেয়েছে, সবই ঠিক আছে। কিন্তু সে ৬৪ রান আউটের ঘটনায় যুক্ত, এর মাঝে ৪৯ বারই অন্য ব্যাটসম্যানকে রান আউট করিয়েছে! এটা তো বিশ্বরেকর্ড। তাকে আরও ফিট হয়ে শ্রীলংকা দলে ফিরতে হবে।’

    এদিকে দল থেকে বাদ পরে নির্বাচকদের বিশেষ ফিটনেস টেস্ট নেওয়ার আহবান জানিয়েছিলেন ম্যাথিউস। শ্রীলংকার প্রধান নির্বাচক গ্রায়েম ল্যাব্রয় বলছেন, শুধু রান করলেই দলে জায়গা পাওয়া যাবে না, ‘দক্ষিণ আফ্রিকাতে ম্যাথিউস সবচেয়ে বেশি রান করেছে। আমরা জানতাম সে ইনজুরি নিয়ে খেলছে। রান নেওয়ার সময় সে দ্রুত দৌড়াতে পারত না। এটা অন্যদের ওপর চাপ সৃষ্টি করত। আমরা চাই সবাই শতভাগ ফিট হয়ে খেলুক। এটা তার ও দলের জন্যই ভালো।’