• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    চ্যাম্পিয়নস লিগেও চালু হচ্ছে ভিএআর

    চ্যাম্পিয়নস লিগেও চালু হচ্ছে ভিএআর    

    বিশ্বকাপের আগে ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি নিয়ে ছিল তুমুল বিতর্ক। কিন্তু সেই বিশ্বকাপই আবার ইতি টেনে সব বিতর্কের, ভিএআরকে সফল হিসেবেই প্রমাণ করেছে রাশিয়ার টুর্নামেন্ট। তাই ইউয়েফার ক্লাব টুর্নামেন্টে ভিএআরের অনুপস্থিতি চোখ এড়ায়নি। তবে কিছুটা দেরিতে হলেও ফিফার দেখানো পথেই হাঁটছে ইউয়েফাও। আগামী মৌসুম থেকেই চ্যাম্পিয়নস লিগেও যুক্ত হচ্ছে ভিএআর।

    ইউয়েফার পক্ষ থেকে বিবৃতিতে দিয়ে নিশ্চিত করা হয়েছে এই খবর। তবে চ্যাম্পিয়নস লিগে আগামী মৌসুম থেকে শুরু হলেও, ইউরোপা লিগকে ভিএআর পেতে অপেক্ষা করতে হবে আরও এক মৌসুম বেশি। ২০২০-২১ মৌসুম থেকে ভিএআর থাকবে ইউরোপা লিগে।সঙ্গে ইউয়েফা নেশনস লিগ সহ ইউরো ২০২০ এও থাকছে ভিএআর।  রেফারিদের ট্রেনিং ও টেকনিক্যাল ব্যাপারগুলো নিশ্চিত করতেই ইউরোপা লিগের জন্য সময় নিয়েছে ইউয়েফা।

    ইউরোপের শীর্ষ লিগগুলোতে চালু হয়ে গেছে ভিএআর। সিরি আ, বুন্দেসলিগা, ডাভ লিগে আগে থেকেই ছিল, এবার লা লিগা, লিগ ওয়ানে যুক্ত হয়েছে নতুন এই রিভিউ পদ্ধতি। প্রিমিয়ার লিগে অবশ্য এবারও ভিএআর নেই। এফএ কাপে গত মৌসুম থেকে পরীক্ষামূলকভাবে ভিএআর থাকলেও, ইংল্যান্ডে যথেষ্ট সমালোচিত হয়েছিল এই পদ্ধতি। যদিও সফল বিশ্বকাপের পর মত বদলেছিল এফএর। আগামী মৌসুম থেকেই তাই প্রিমিয়ার লিগেও ভিএআর চালু হয়ে যাবে সেটা অনেকটাই নিশ্চিত।