এক ইনিংসে ডি'আরসি শর্টের রেকর্ড ২৩ ছয়
আর ১১ রান হলেই লিস্ট ‘এ’-তে সর্বোচ্চ রানের ইনিংসটা ছুঁয়ে ফেলতে পারতেন ডি’আরসি শর্ট। দলের ইনিংসের ২৮ বল বাকি থাকতে স্টাম্পড হয়েছেন ২৫৭ রান করে। তবে তার আগে একটা রেকর্ড অবশ্য ঠিকই গড়েছেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান। এ ইনিংসে মেরেছেন ২৩টি ছয়, এর আগের রেকর্ড থেকেও মেরেছেন ৭টি বেশি ছয়! শর্ট ছাড়িয়েছেন নামিবিয়ার গেরি স্নায়মানের ১৭ ছয়ের রেকর্ড।
শুধু লিস্ট ‘এ’-তে নতুন রেকর্ড নয়, যে কোনও ফরম্যাটের ক্রিকেটেই এক ইনিংসে সবচেয়ে বেশি ছয়ের রেকর্ডের সমান এটি। অকল্যান্ডের হয়ে সমান ছয় মেরেছিলেন কলিন মানরো।
লিস্ট ‘এ’-তে এক ইনিংসে সবচেয়ে বেশি ছয়
ডি’আরসি শর্ট, ২৩, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া-কুইন্সল্যান্ড, ২০১৮-১৯
গেরি স্নায়ম্যান, ১৭, নামিবিয়া-সংযুক্ত আরব আমিরাত, ২০০৭-০৮
রোহিত শর্মা, ১৬, ভারত-অস্ট্রেলিয়া, ২০১৩-১৪
এবি ডি ভিলিয়ার্স, ১৬, দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ, ২০১৪-১৫
ক্রিস গেইল, ১৬, ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে, ২০১৪-১৫
শর্টের ২৫৭ রানের ইনিংসের পর এ ম্যাচে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ২৭ রানে, খেলেছেন মার্কার স্টোইনিস। ১৯ রানে প্রথম উইকেট যাওয়ার পর নেমেছিলেন শর্ট, আউট হওয়ার সময় দলের রান হয়ে গেছে ৩৭৯। অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডে কাপে কুইন্সল্যান্ডকে পরে ১১৬ রানে হারিয়েছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া।
শর্ট রীতিমতো বন্যা বইয়ে দিয়েছেন ছয়ের। এতোটাই যে, ১০০, ১৫০, ২০০, ২৫০ রানের মাইলফলকও শর্ট ছুঁয়েছেন ছয় মেরেই। যে কোনও অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের জন্য লিস্ট ‘এ’-তে এখন সর্বোচ্চ স্কোর এটিই। সব মিলিয়ে এটি তৃতীয় সর্বোচ্চ, এর চেয়ে বেশি রান আছে সারের আলি ব্রাউন (২৬৮) ও ভারতের রোহিত শর্মার (২৬৪)। শর্ট সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসে ছাড়িয়ে গেছেন শিখর ধাওয়ানের ২৪৮ রানকে।