• " />

     

    বোলারদের পর ক্লাসেন জেতালেন দক্ষিণ আফ্রিকাকে

    বোলারদের পর ক্লাসেন জেতালেন দক্ষিণ আফ্রিকাকে    

    প্রথম ওয়ানডে, কিম্বার্লি
    জিম্বাবুয়ে ১১৭ অল-আউট, ৩৪.১ ওভার 
    দক্ষিণ আফ্রিকা ১১৯/৫, ২৬.১ ওভার 
    দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে জয়ী 


    ডায়মন্ড ওভালের উইকেটে বোলারদের জন্য ছিল অনেক কিছুই। ম্যাচসেরা লুঙ্গি এনগিডির ভাষায়, “পিচের আমাদের প্রত্যাশার চেয়েও বেশি ঝাঁঝ ছিল”। একই রকম কথা বলবেন হয়তো জিম্বাবুইয়ান বোলাররাও। তবে দিনশেষে জিম্বাবুইয়ান বোলাররা ঠিক খুশি হতে পারছেন না, ব্যাটসম্যানরা যে তাদের জন্য তেমন কিছুই করে যাননি! সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড ১১৭ রানে অল-আউট হওয়ার পর ৫ উইকেটে হেরেছে জিম্বাবুয়ে। 

    টসে হেরে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে পড়েছে বিপর্যয়ের মুখে। অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা ছাড়া দুই অঙ্ক ছুঁতে পারেননি তাদের প্রথম চার ব্যাটসম্যানের কেউই। সাতে নেমে ২৭ রান করা এল্টন চিগুম্বুরা ও আটে নামা ওয়েলিংটন মাসাকাদজার ১৫ রানে ১০০ ছাড়ালেও জিম্বাবুয়ে প্রায় ১৬ ওভার বাকি থাকতেই হয়ে গেছে অল-আউট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটি জিম্বাবুয়ের সর্বনিম্ন স্কোর এখন, ২০০৯ সালে সেঞ্চুরিয়নে ৩৪.৩ ওভারে ১১৯ রানে অল-আউট হয়েছিল তারা। 

    এর আগে সাদা বলের ক্রিকেটে ফেরার অপেক্ষাটা বেড়েছে ডেইল স্টেইনের, আজও তিনি বসে ছিলেন বাইরেই। তবে কাগহিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, উইলেম মালডের ও অ্যান্ডাইল ফেহলুকায়োর পেস আক্রমণই নিয়েছে আট উইকেট। একমাত্র স্পিনার ইমরান তাহিরও নিয়েছেন দুইটি। ১৯ রানে ৩ উইকেট নিয়েছেন এনগিডি, ওভারপ্রতি দিয়েছেন ২.৩২ করে রান। 

    ১১৮ রানের লক্ষ্যে ৪০ রানে ৩ উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করামের ২৭ রানের ইনিংসের পর মিডল অর্ডারে দক্ষিণ আফ্রিকার প্রাপ্তি হেইনরিখ ক্লাসেনের সমান বলে ৪৪ রানের ইনিংস। ক্লাসেন নিশ্চিত করেছেন, অঘটন ঘটার সুযোগ নেই আজ। এছড়া অনভিজ্ঞ মিডল অর্ডার অবশ্য হতাশই করেছে, উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন তারা। 

    অধিনায়ক জেপি ডুমিনি ও মালডেরের ৬ষ্ঠ উইকেট জুটিতে ১৪৩ বল বাকি থাকতেই জিতে গেছে দক্ষিণ আফ্রিকা। 

    সিরিজের দ্বিতীয় ওয়ানডে ৩ অক্টোবর, ব্লুমফন্টেইনে। এ সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।