হুট করেই পাকিস্তান টেস্ট দলে হাফিজ
গত জুলাইয়ে পাকিস্তানের হয়ে শেষ খেলেছিলেন মোহাম্মদ হাফিজ, অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টি-টোয়েন্টিতে। এরপর আর নির্বাচকদের নজরে আসেননি তিনি, ছিলেন না সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপের স্কোয়াডেও। এরই মাঝে পিসিবির কেন্দ্রীয় চুক্তির ক্যাটাগরি ‘বি’-তে অবনমন হয়েছিল তার। সব মিলিয়ে “হতাশ” হাফিজ নিজের ক্ষোভ প্রকাশ করতে সংবাদ সম্মেলনেরই আয়োজনই করে ফেলেছিলেন প্রায়। সেটা শেষ পর্যন্ত করেননি। ঘরোয়া ক্রিকেটে রান করে বরং শেষ মুহুর্তে যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের টেস্ট স্কোয়াডে।
৭ অক্টোবর দুই টেস্টের প্রথমটি হবে দুবাইয়ে। ১ তারিখ তাকে নেওয়া হয়েছে স্কোয়াডে, যত দ্রুত সম্ভব দুবাইয়ের ফ্লাইট ধরার কথা তার। অনভিজ্ঞ টপ অর্ডারের কথা বিবেচনা করেই মূলত দলে ফেরানো হয়েছে হাফিজকে। ২০১৬ সালের আগস্টে শেষ ৫০ টেস্টের ক্যারিয়ারের শেষটি খেলেছিলেন এই অলরাউন্ডার। হাফিজ ছাড়া পাকিস্তানের টপ অর্ডারে আছেন তিন টেস্ট খেলা ইমাম-উল-হক, অভিষেকের অপেক্ষায় থাকা ফাখার জামান। নিয়মিত ওপেনার আজহার আলির সঙ্গী হতে পারেন হাফিজ।
এর আগে নিজের দল থেকে বাদ পড়াটাকে দুর্ভাগ্যজনক বলে হাফিজ জানিয়েছিলেন, সবসময়ই জাতীয় দলের খেলার জন্য প্রস্তুত থাকবেন তিনি। পাকিস্তান বর্তমান কোচ মিকি আর্থারের সমালোচনাও করেছিলেন তিনি এর আগে। ঘরোয়াতে অবশ্য সাম্প্রতিক পারফরম্যান্স বেশ ভাল তার। কায়েদ-এ-আজম ট্রফিতে ইনিংস ব্যবধানে জেতা ম্যাচে সুই নর্দার্নের হয়ে ডাবল সেঞ্চুরি করেছেন তিনি, পেশোয়ারের বিপক্ষে।
অস্ট্রেলিয়া সিরিজের পাকিস্তান টেস্ট স্কোয়াড
আজহার আলি, ইমাম-উল-হক, ফাখার জামান, বাবর আজম, আসাদ শফিক, হারিস সোহেল, উসমান সালাহউদ্দিন, সরফরাজ আহমেদ (অধিনায়ক/উইকেটকিপার), মোহাম্মদ রিজওয়ান, ফাহিম আশরাফ, শাদাব খান, বিলাল আসিফ, ইয়াসির শাহ, মোহাম্মাদ আব্বাস, ওয়াহাব রিয়াজ, হাসান আলি, মীর হামজা, মোহাম্মদ হাফিজ