হংকংকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ অ-১৯
হংকং অ-১৯ ৯১ অল-আউট, ৪৬.৫ ওভার
বাংলাদেশ অ-১৯ ৯২/৫, ১১.২ ওভার
বাংলাদেশ অ-১৯ ৫ উইকেটে জয়ী
পাকিস্তানের পর হংকং অনূর্ধ্ব-১৯ দলকেও হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। চট্টগ্রামে হংকংকে ৯১ রানে অল-আউট করে ২৩২ বল ও ৫ উইকেট বাকি রেখে জিতেছে বাংলাদেশ। বল বাকি রাখার হিসেবে বাংলাদেশ অ-১৯ এর এটি দ্বিতীয় বৃহত্তম জয়, এর আগে ২০০০ সালে নামিবিয়া অ-১৯ এর বিপক্ষে ২৩৩ বল বাকি রেখে জিতেছিল বাংলাদেশ। সেবার অবশ্য নামিবিয়া অল-আউট হয়েছিল ৫৭ রানে।
টসে জিতে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশ, ২৫ রানে নিয়েছিল ৩ উইকেট। চতুর্থ উইকেটে হংকংয়ের হারুন আরশেদ ও অদিত গোরাওয়ারা ২৬ রান যোগ করে সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন সে চাপ। বাংলাদেশকে সেই ব্রেকথ্রুটা এনে দিয়েছেন রকিবুল হাসান, ১০ ওভারে ১৭ রানে তিনি নিয়েছেন ২ উইকেট।
হংকংয়ের চার ব্যাটসম্যান বাদে দুই অংক ছুঁতে পারেননি আর কেউই, ১.৯৪ হারে ৪৬.৫ ওভারে ৯১ রান তুলেই অল-আউট হয়ে গেছে তারা। দিনে বাংলাদেশের সেরা বোলার রিশাদ হোসেন। লেগস্পিনে তার বোলিং ফিগারটা ছিল এমন, ৭.৫-১-১১-৩।
রকিবুল ছাড়াও ২ উইকেট নিয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরি, ১০ ওভারে তিনি দিয়েছেন ১৬ রান। একটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম ও শামিম হোসেন।
জবাবে ৩০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশও। তবে আকবর আলি ও মাহমুদুল হাসান জয়ের ৫ম উইকেট জুটিতে উড়ে গেছে সে চাপ, দুজন মিলে যোগ করেছেন ৫৮ রান। ১৯ বলে ২৫ রান করে আকবর ফিরলেও শেষ পর্যন্ত ২০ বলে ৩২ রানে অপরাজিত ছিলেন জয়।
দারুণ বোলিংয়ের জন্য ম্যাচসেরা হয়েছেন রিশাদ।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দুটি সেমিফাইনাল ও ফাইনালই হবে ঢাকায়। বাংলাদেশের গ্রুপ থেকে সেমিফাইনালের আরেকটি দল শ্রীলঙ্কা, অন্য গ্রুপ থেকে সেমিফাইনালিস্ট দুই দল ভারত ও আফগানিস্তান।