• জাতীয় ক্রিকেট লিগ ২০১৮/১৯
  • " />

     

    আরিফুলের প্রথম ডাবল, মিজানুরের সেঞ্চুরি, অপেক্ষা জহুরুলের

    আরিফুলের প্রথম ডাবল, মিজানুরের সেঞ্চুরি, অপেক্ষা জহুরুলের    

    খুলনা-রাজশাহী, রাজশাহী
    টস- খুলনা (ব্যাটিং) 
    ১ম দিনশেষে 
    খুলনা ১ম ইনিংস ২১০ (তুষার ১০৪, নাহিদুল ২৬, শফিউল ৫/৪৩, দেলোয়ার ২/৩৩) 
    রাজশাহী ১ম ইনিংস* ৪৪৬/৬ (মিজানুর ১১৫, জহুরুল ৯১*, ফরহাদ ৮৩, শান্ত ৪৬, আফিফ ৩/৫৭) 


    আগেরদিন ৭৪ রানে অপরাজিত থাকা মিজানুর ক্যারিয়ারের দশম সেঞ্চুরি পেয়েছেন, ১৭ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন ফরহাদ হোসেন, আর জহুরুল অপেক্ষা করছেন ১৪তম সেঞ্চুরির। দ্বিতীয় দিনশেষে সব মিলিয়ে প্রথম ইনিংসে খুলনার চেয়ে ২৩৬ রানে এগিয়ে গেছে রাজশাহী। 

    দিনের শুরুতেই আজ জুনাইদ সিদ্দিককে হারিয়ে ফেলেছিল রাজশাহী, তৃতীয় উইকেটে মিজানুর ও ফরহাদ এরপর যোগ করেছেন ৮৯ রানের জুটি। মিজানুর ফিরেছেন, ফরহাদ ও জহুরুলের জুটিতে এরপর এসেছে ৬৭ রান। 

    মাঝে যথাক্রমে ৩৩ ও ২৫ রান করে সাব্বির রহমান ও ফরহাদ রেজা ফিরেছেন, তবে ৭ম উইকেটে জহুরুল ও সানজামুলের জুটি অবিচ্ছিন্ন আছে ৭২ রানে। 

    আগের দিন খুলনাকে ব্রেকথ্রু এনে দেওয়া আফিফ এদিন নিয়েছেন আরও ২ উইকেট। 


     

    রংপুর-বরিশাল, বগুড়া 
    টস- বরিশাল (ফিল্ডিং) 
    দ্বিতীয় দিনশেষে
    রংপুর ১ম ইনিংস ৫০২ অল-আউট (আরিফুল ২৩১, নাঈম ৯২, জাহিদ ৬২, সোহাগ গাজি ৩/১৪২, মনির ৩/১২৮)
    বরিশাল ১ম ইনিংস* ৯১/১ (রাফসান ৫৩*, ফজলে ১২*)  


    ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরি পেয়েছেন আরিফুল হক। আগেরদিন ১১৭ রানে অপরাজিত থাকা আরিফুল আজ আউট হয়েছেন ২৩১ রানে। সোহরাওয়ার্দি শুভর সঙ্গে ৮ম উইকেটে আরিফুলের ১০১ রানের জুটির পর প্রথম ইনিংসে ৫০০ পেরিয়েছে রংপুর। 

    আগের সাতটি সেঞ্চুরি ইনিংসে আরিফুলের সর্বোচ্চ ছিল ১৬২ রান, গত মৌসুমে জাতীয় লিগে করেছিলেন বরিশালের বিপক্ষেই। ৩২৫ বলে এদিন আরিফুল মেরেছেন ২১টি চার, ৪টি ছয়। 

    ১৪৫.২ ওভার ব্যাটিং করেছে রংপুর। বরিশালের বাঁহাতি স্পিনার মনির হোসেন খান করেছেন ৪৭.২ ওভার, ১২৮ রানে নিয়েছেন ৩ উইকেট। 
    প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে ওপেনার শাহরিয়ার নাফীসকে হারিয়ে ফেলেছে বরিশাল। ২৪ রান করে মাহমুদুল হাসানের বলে বোল্ড হয়েছেন তিনি, রাফসান মাহমুদের সঙ্গে ৭১ রানের জুটি গড়ার পর। দিনশেষে রাফসান অপরাজিত আছেন ৫৩ রানে, সঙ্গী ফজলে রাব্বি। বরিশাল পিছিয়ে আছে ৪১১ রানে।