সিলেটকে উদ্ধারের চেষ্টা করছেন এনামুল, চট্টগ্রামের যেন কেউ নেই
ঢাকা মেট্রো-সিলেট, সিলেট
টস- সিলেট (ফিল্ডিং)
২য় দিনশেষে
ঢাকা মেট্রো ১ম ইনিংস ৪২৬ অল-আউট (শাদমান ১৫৭, মার্শাল ৫০, আশরাফুল ৫৩, এনামুল ৬/১৬৫ শাহনুর ৩/৭৫)
সিলেট ১ম ইনিংস* ১৩২/৬ (এনামুল ৩৭*, শাহনূর ৩৪*, আরাফাত সানি ৪/৪৮, আশরাফুল ২/৩৫)
প্রথম শ্রেণিতে ৩৩তম বারের মতো ইনিংসে পাঁচ বা এর বেশি উইকেট নিলেন এনামুল হক জুনিয়র। আগের দিন ৪ উইকেটে ৩৩২ রান করা ঢাকা মেট্রো এনামুলের চাপে মোহাম্মদ আশরাফুলের ফিফটির পরও অল-আউট হয়ে গেছে ৪২৬ রানে। তবে দিনশেষে স্বস্তিতে নেই সিলেট, ব্যাটিংয়েও তাদের উদ্ধারের চেষ্টা করছেন এনামুল, সঙ্গে শাহনূর।
দিনে সিলেটকে প্রথম ব্রেকথ্রু দিয়েছিলেন এনামুলই, মেহরাবকে ক্যাচ বানিয়ে। ৩৬১ রানে ৫ম উইকেট পড়া ঢাকা মেট্রো দ্রুতই বনে গিয়েছিল ৩৭৫ রানে ৭ উইকেটে। জাবিদ হোসেন ও আরাফাত সানিকে পরপর দুই বলে ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেছিলেন এনামুল।
কাজী অনিকের সঙ্গে ৪৪ রানের জুটি গড়েছেন এরপর আশরাফুল, এনামুল ফিরতি আঘাত করার আগে। ৫৩ রান করা আশরাফুলের উইকেট নিয়েছেন অবশ্য পার্ট-টাইমার শামসুর রহমান, ৭ রানে শেষ ৩ উইকেট হারিয়েছে মেট্রো। এনামুল ৬ উইকেট নিতে খরচ করেছেন ১৬৫ রান।
এনামুলের পারফরম্যান্সে উজ্জীবিত হয়েছেন যেন আরেক বাঁহাতি স্পিনার আরাফাত সানি, সঙ্গে ছিলেন আশরাফুলও। তাদের তোপে ৭২ রানেই প্রথম ছয় ব্যাটসম্যানকে হারিয়ে ফেলেছে সিলেট, শীর্ষ ছয়ে সর্বোচ্চ ১৯ রান করেছেন জাকির হাসান। সানি ৪ উইকেট নিয়েছেন ৪৮ রানে, আশরাফুল ৩৫ রানে নিয়েছেন দুইটি।
সিলেটকে এরপর উদ্ধারের কাজটা আবার কাঁধে নিতে হয়েছে ওই এনামুলকেই, এবার ব্যাটিংয়ে। শাহনূরের সঙ্গে তার ৭ম উইকেট জুটি অবিচ্ছিন্ন এখন ৫০ রানে। ৮৮ বলে ৩৭ রানে অপরাজিত এনামুল, সঙ্গী শাহনূর ব্যাটিং করছেন ৭৫ বলে ৩৪ রানে।
ঢাকা-চট্টগ্রাম, ফতুল্লা
টস- চট্টগ্রাম (ফিল্ডিং)
দ্বিতীয় দিনশেষে
ঢাকা ১ম ইনিংস ২৩৮ (তাইবুর ৬৩, রনি ৫৯, জুবায়ের ৫/৬১, নাঈম ৩/৭৪) ও ২য় ইনিংস* ১৭৬/০ (মজিদ ৬৬*, রনি ১০০*)
চট্টগ্রাম ১ম ইনিংস ১৪২ অল-আউট (সাদিকুর ৩০, শাহাদাত ৪/৬২)
আগের দিন ২৫ রানে ২ উইকেট হারিয়েছিল চট্টগ্রাম, আজ অল-আউট হয়ে গেছে ১৪২ রানেই। শাহাদাত-শরীফের পেসের সঙ্গে অপু-রুবেল-শুভাগতর স্পিনের সামনে দাঁড়াতে পারেনি তারা। শাহাদাত নিয়েছেন চার উইকেট। আব্দুল মজিদ ও রনি তালুকদারের ১৭৬ রানের ওপেনিং জুটিতে দুর্দশা বেড়েছে শুধু চট্টগ্রামের। সে জুটি ভাঙেনি এখনও, দ্বিতীয় দিনশেষেই দ্বিতীয় ইনিংসে ২৭২ রানে এগিয়ে গেছে ঢাকা।
চট্টগ্রামের ইনিংসে গেছে কয়েকটি ধসের মধ্য দিয়ে। ঢাকার দেওয়া প্রথম ধাক্কায় ২৩ রানে ৩ উইকেট হারিয়েছিল তারা, এরপর ২৬ রানের জুটি। এরপর দ্বিতীয় ধাক্কা, এবার ২০ রানের ব্যবধানে নেই ৪ উইকেট। শেষ উইকেট জুটিতে ৩৬ রান যোগ করেছেন হাসান মাহমুদ ও ইরফান হোসেন।
চট্টগ্রামের ব্যাটিং দুর্দশার ছিঁটেফোঁটাও ছিল না ঢাকার দ্বিতীয় ইনিংসে। আব্দুল মজিদ ১৫০ খেলে অপরাজিত আছেন ৬৬ রানে, তবে রনি করেছেন আক্রমণাত্মক সেঞ্চুরি। ১১০ বলে ৮ চার ও ৩ ছয়ে তিনি অপরাজিত ঠিকঠিক ১০০ রানে।