আফগান লিগে খেলার অনুমতি পাননি পাকিস্তানের ক্রিকেটাররা
আফগানিস্তানের অনেক ক্রিকেটারই খেলেছেন পাকিস্তান সুপার লিগে। কিন্তু প্রথমবারের মতো শুরু হতে যাওয়া আফগানিস্তান প্রিমিয়ার লিগে পাকিস্তানের ক্রিকেটারদের খেলা হচ্ছে না। পিসিবি জানিয়েছে, জাতীয় দলের হয়ে খেলছেন এমন কেউই আফগান লিগে অংশ নিতে পারবে না।
আফগান লিগে পাকিস্তানি ক্রিকেটারদের খেলতে না দেওয়ার ব্যাপারটা কয়েক মাস আগেই ইঙ্গিত দিয়েছিল পিসিবি। গত মাসে লিগের প্লেয়ারর্স ড্রাফটের পর পাকিস্তানের ক্রিকেটাররা বোর্ডের কাছে অনাপত্তিপত্র চেয়ে আবেদন করেছিলেন।
তবে তাদের সেই আপত্তি আমলে নেয়নি পিসিবি। এতে আফগান লিগে অংশ নেওয়া হবে না সোহেল তানভীর, মোহাম্মদ ইরফান, কামরান আক্মল, ইফতিখার আহমেদদের। আন্তর্জাতিক দায়িত্বের কারণে এমনিও অংশ নিতে পারতেন না মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ ও ফাহিম আশরাফরা।
একমাত্র পাকিস্তানি হিসেবে পাকিটা ফ্র্যাঞ্চাইজির হয়ে আফগান লিগে খেলবেন শহীদ আফ্রিদি। আগামীকাল থেকে শুরু হবে আফগান প্রিমিয়ার লিগ।