• জাতীয় ক্রিকেট লিগ ২০১৮/১৯
  • " />

     

    সৌম্য-এনামুলের সেঞ্চুরিতে বাঁচল খুলনা, ড্র ম্যাচে সেঞ্চুরি নাঈমেরও

    সৌম্য-এনামুলের সেঞ্চুরিতে বাঁচল খুলনা, ড্র ম্যাচে সেঞ্চুরি নাঈমেরও    

    খুলনা-রাজশাহী, রাজশাহী
    টস- খুলনা (ব্যাটিং) 
    খুলনা ১ম ইনিংস ২১০ (তুষার ১০৪, নাহিদুল ২৬, শফিউল ৫/৪৩, দেলোয়ার ২/৩৩) ও ২য় ইনিংস ৪৬৭/৭ (তুষার ১৫৯, এনামুল ১১৩, সৌম্য ১০৩*, সানজামুল ২/১২৯) 
    রাজশাহী ১ম ইনিংস ৫৫২ (মিজানুর ১১৫, জহুরুল ১৬৩*, ফরহাদ ৮৩, সানজামুল ৬৪, আফিফ ৭/৬৬) 
    ম্যাচ ড্র 


    চোখ রাঙাচ্ছিল ইনিংস পরাজয়। সাত নম্বরে নেমে অপরাজিত সেঞ্চুরিতে খুলনাকে নিরাপদে নিয়ে দিলেন সৌম্য সরকার, রাজশাহীকে জিততে দিলেন না। ১২০ বলে ১০৩ রানে অপরাজিত থাকা সৌম্য মেরেছেন ৮টি চার, ৭টি ছয়। 

    আগের দিন ১৬০ রানে পিছিয়ে ছিল খুলনা, বাকি ছিল ৮ উইকেট। তুষার ইমরান এদিন করেছেন আরও ৫৯ রান, সানজামুল ইসলামের বলে ক্যাচ দেওয়ার আগে। আর সেঞ্চুরি করেছেন এনামুল হক বিজয়ও.২৩৯ বলে ১১৩ রান করেছেন এই ওপেনার।

    ৩৩১ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল খুলনার। নুরুল হাসান সোহানকে নিয়ে এরপর ৭৭ রানের জুটি গড়লেন সৌম্য। তাইজুলের বলে ফিরলেন নুরুল, তবে থাকলেন সৌম্য। 

    ৭ম উইকেটে ৩৯ রান এলো, সেখানে সৌম্যর সঙ্গী জিয়াউরের অবদান ৪। সৌম্য ততক্ষণে নিরাপদ অবস্থানে নিয়ে গেছেন খুলনাকে। তার সেঞ্চুরির পরই ড্র হয়েছে ম্যাচ। 

     


    রংপুর-বরিশাল, বগুড়া 
    টস- বরিশাল (ফিল্ডিং)
    রংপুর ১ম ইনিংস ৫০২ অল-আউট (আরিফুল ২৩১, নাঈম ৯২, জাহিদ ৬২, সোহাগ গাজি ৩/১৪২, মনির ৩/১২৮) ও ২য় ইনিংস ১৬৪/২ (নাঈম ১০০*, লিমন ৫৩*) 
    বরিশাল ১ম ইনিংস ৪৫৮ (ফজলে ১৯৫, সোহাগ ১২৮, লিমন ৪/৭১)
    ম্যাচ ড্র


     

    ৫ রানের জন্য ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি মিস করেছেন ফজলে রাব্বি। রংপুর-বরিশালের ড্র হওয়া ম্যাচে সেঞ্চুরি করেছেন নাঈম ইসলামও। 

    আগের দিন ১৩০ রানে অপরাজিত ছিলেন ফজলে, আজ শেষ ব্যাটসম্যান হিসেবে মাহমুদুল হাসান লিমনের বলে ক্যাচ দিয়েছেন ১৯৫ রানে। এর আগে ফজলের ক্যারিয়ার সর্বোচ্চ ছিল ১৪৭ রান। এ ইনিংসে ১৮ চারের সঙ্গে ৩ ছয় মেরেছেন ফজলে। 

    ৪৪ রানে পিছিয়ে থেকে প্রথম ইনিংস শেষ করেছিল বরিশাল। 

    ১২ রানে এরপর ২ উইকেট হারিয়েছিল রংপুর। তবে অঘটন ধরনের কিছু ঘটতে দেননি নাঈম ও লিমন। ১৬২ বলে ১০ চার ও ১ ছয়ে নাঈম অপরাজিত ছিলেন ১০০ রানে, লিমনের রান ছিল ৫৩। ক্যারিয়ারে এটি ২৪তম সেঞ্চুরি তার।