শেষদিনে ঢাকার নায়ক অপু, মেট্রোর আসিফ
ঢাকা মেট্রো-সিলেট, সিলেট
টস- সিলেট (ফিল্ডিং)
তৃতীয় দিনশেষে
ঢাকা মেট্রো ১ম ইনিংস ৪২৬ অল-আউট (শাদমান ১৫৭, মার্শাল ৫০, আশরাফুল ৫৩, এনামুল ৬/১৬৫ শাহনুর ৩/৭৫)
সিলেট ১ম ইনিংস ২১৫ অল-আউট (এনামুল ৯১, শাহনূর ৩৪, আরাফাত সানি ৪/৬২, অনিক ৩/২৫) ও ২য় ইনিংস (ফলোয়িং-অন) ১৭০ অল-আউট (রাজিন সালেহ ৬০, জাকির ৭২, আসিফ ৫/৪৪)
ঢাকা মেট্রো ইনিংস ৪১ রানে জয়ী
৪, ২, ০, ০, ০*- সিলেটের শেষ পাঁচ ব্যাটসম্যানের রান চায়ের দানার মতো। তবে সেই চায়ের স্বাদটা নিল ঢাকা মেট্রো। ১০ রানে শেষ ৫ উইকেট হারিয়েছে ফলো-অনে পড়া সিলেট, ঢাকা মেট্রো জিতেছে ইনিংস ও ৪১ রানে।
আগেরদিন অবস্থাটা বেশ ধাতস্থই ছিল সিলেটের। তবে ১১ রান যোগ করতেই ফিরলেন অলোক কাপালি, আসিফ হোসেনের বলে বোল্ড হয়ে। সিলেটের ধস নামলো এরপরপই। শাহনূর, এনামুল, এবাদত আসিফের শিকার, আবু জায়েদ বোল্ড হয়েছেন আরাফাত সানির বলে।
৪৪ রানে ৫ উইকেট নিয়েছেন মাত্র দ্বিতীয় প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নামা আসিফ। শেষদিন প্রথম ঘন্টাতেই শেষ হয়ে গেছে ম্যাচ।
ঢাকা-চট্টগ্রাম, ফতুল্লা
টস- চট্টগ্রাম (ফিল্ডিং)
তৃতীয় দিনশেষে
ঢাকা ১ম ইনিংস ২৩৮ (তাইবুর ৬৩, রনি ৫৯, জুবায়ের ৫/৬১, নাঈম ৩/৭৪) ও ২য় ইনিংস ৩৮৫/১ ডিক্লে. (রনি ২২৮*, মজিদ ১৩২)
চট্টগ্রাম ১ম ইনিংস ১৪২ অল-আউট (সাদিকুর ৩০, শাহাদাত ৪/৬২) ও ২য় ইনিংস ২৬৭ অল-আউট (সাইফউদ্দিন ৬০, অংকন ৪৭, অপু ৫/৭৫, শাহাদাত ৪/৪৬)
ঢাকা ২১৪ রানে জয়ী
ঢাকা মেট্রোর মতো জয় পেয়েছে ঢাকাও। নাজমুল ইসলাম অপুর বোলিং তোপে ৪৮৮ রানের লক্ষ্যে চট্টগ্রাম অল-আউট হয়ে গেছে ২৬৭ রানে।
শেষদিন চট্টগ্রামের প্রয়োজন ছিল ৩৪৬ রান। আগের দিনের সঙ্গে ১০ রান যোগ করে আউট হয়েছেন তাসামুল হক। ৫ রানের ব্যবধানে ফিরেছেন সাইদ সরকারও। দুটি উইকেটই নিয়েছেন নাজমুল অপু।
৬ষ্ঠ উইকেটে চট্টগ্রামকে আশা জুগিয়েছিলেন মাহিদুল ইসলাম অংকন ও মোহাম্মদ সাইফউদ্দিন। দুজনের ১০০ রানের জুটি ভেঙে দৃশ্যপটে আবার হাজির হয়েছেন অপু, আউট করেছেন দুজনকেই।
ঢাকার বাকি কাজটা সেরেছেন শাহাদাত হোসেন। ৫ রানের ব্যবধানে আউট করেছেন শেষ তিন ব্যাটসম্যানকে।
ডাবল সেঞ্চুরির জন্য ম্যাচসেরা হয়েছেন রনি তালুকদার।