• বঙ্গবন্ধু গোল্ড কাপ
  • " />

     

    সেমিফাইনালে ফিলিস্তিনকে পেল বাংলাদেশ

    সেমিফাইনালে ফিলিস্তিনকে পেল বাংলাদেশ    

    বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিস্তিন। গ্রুপ 'এ' এর শেষ ম্যাচে নেপাল ফিলিস্তিনের কাছে হেরেছে ১-০ গোলে। বর্তমান চ্যাম্পিয়নরা তাই এবারের আসরে বিদায় নিয়েছে গ্রুপপর্ব থেকেই। আর দুই জয়ে গ্রুপ 'এ' তে শীর্ষস্থান নিজেদের করে নিয়েছে ফিলিস্তিন। এর আগে ফিলিস্তিন তাজিকিস্তানকে হারিয়েছিল ২-০ গোলে।    

    ফিফা র‍্যাংকিংয়ে ফিলিস্তিনের অবস্থান ১০০তে। সেমিফাইনালটাকে তাই অসম শক্তির লড়াইও বলা যায়। র‍্যাংকিংয়ের হিসেবে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দলও ফিলিস্তিন। বাংলাদেশ প্রথম ম্যাচে লাওসকে হারালেও পরের ম্যাচে ফিলিপাইনের কাছে হেরে যায়। ফাইনালে যেতে হলে ঘরের মাঠের সমর্থন কাজে লাগিয়ে অবিশ্বাস্য কিছু করতে হবে বাংলাদেশকে। 

    বঙ্গবন্ধু গোল্ডকাপে সিলেট অধ্যায় শেষ হয়েছে আজকের ম্যাচ দিয়েই। ৯ তারিখ কক্সবাজারে প্রথম সেমিফাইনালে তাজিকিস্তান খেলবে ফিলিপাইনের বিপক্ষে। আর পরদিন বিকেল সাড়ে চারটায় মাঠে নামবে বাংলাদেশ।