• জাতীয় ক্রিকেট লিগ ২০১৮/১৯
  • " />

     

    বৃষ্টিতে ভেসে গেল জাতীয় লিগের সব ম্যাচ

    বৃষ্টিতে ভেসে গেল জাতীয় লিগের সব ম্যাচ    

    রাজশাহী, খুলনা, ফতুল্লা, কক্সবাজার- জাতীয় লিগের চার ভেন্যুতেই পড়েছে নিম্নচাপের প্রভাব। শেষদিন বৃষ্টির কারণে খেলা হতে পারেনি একটি ভেন্যুতেও, চারটি ম্যাচই হয়েছে ড্র। 

    দ্বিতীয় রাউন্ড শেষে প্রথম স্তরে সবার ওপরে রাজশাহী, সবার নীচে রংপুর। দুই ও তিনে খুলনা ও বরিশাল। দ্বিতীয় স্তরে একে আছে ঢাকা মেট্রো, এরপর ঢাকা ও চট্টগ্রাম। সবার শেষে সিলেট। 

     

    সংক্ষিপ্ত স্কোর 

    প্রথম স্তর

    রংপুর-রাজশাহী, রাজশাহী
    টস- রাজশাহী (ফিল্ডিং) 
    রংপুর ১ম ইনিংস ১৫১ অল-আউট (নাঈম ৬০, শুভ ২৯, মোহর ৩/৩৭, ফরহাদ ৩/৩৯) ও ২য় ইনিংস* ৩১৯/২ (লিটন ২০৩, মাহমুদুল ৭২*) 
    রাজশাহী ১ম ইনিংস ৫৮৯/৪ ডিক্লে. (মিজানুর ১৬৫, শান্ত ১৭৩, জুনাইদ ১০০*, মাহমুদুল ১/৮১) 
    ম্যাচ ড্র 


    বরিশাল-খুলনা, খুলনা 
    টস- খুলনা (ফিল্ডিং) 
    বরিশাল ১ম ইনিংস ২৯৯ (নুরুজ্জামান ৭৪, নাফীস ৪১, আল-আমিন ৩/৬৭, রাজ্জাক ৩/১২১)
    খুলনা ১ম ইনিংস* ৩৪৯/৭ (মিঠুন ৭২, জিয়াউর ১১২, আফিফ ৮১*,  রাব্বি ২/৪৪, সোহাগ ২/১০০)
    ম্যাচ ড্র


    দ্বিতীয় স্তর

    ঢাকা-ঢাকা মেট্রো, ফতুল্লা
    টস- মেট্রো (ফিল্ডিং) 
    ঢাকা ১ম ইনিংস ২০৬ অল-আউট (তাইবুর ৮৮, রনি ৩০, আরাফাত সানি ৭/৫৭) ও ২য় ইনিংস ৫০/২
    ঢাকা মেট্রো ১ম ইনিংস* ৩১২/৪ (সাদমান ১৮৬, আশরাফুল ৪৯, শাহাদাত ২/৫৪) 
    ম্যাচ ড্র 


    চট্টগ্রাম-সিলেট, কক্সবাজার 
    টস- চট্টগ্রাম (ব্যাটিং) 
    চট্টগ্রাম ১ম ইনিংস* ২৮২/৯ (সাদিকুর ১০৬, ইয়াসির ৮৪, শাহনূর ৩/৫৮, নাবিল ২/৩৬) 
    ম্যাচ ড্র