• বাংলাদেশ-জিম্বাবুয়ে
  • " />

     

    সেই মনোবিদই ফিরছেন বাংলাদেশে

    সেই মনোবিদই ফিরছেন বাংলাদেশে    

    এশিয়া কাপের ফাইনালে আরেকটি শেষ ওভারের স্বপ্নভঙ্গের পর মাশরাফি বিন মুর্তজার কাছে প্রশ্নটা করা হয়েছিল। বাংলাদেশের বার বার এভাবে শেষে এসে হেরে যাওয়ার কারণ কি মনস্তাত্বিক না অন্য কিছু। মাশরাফি অবশ্য সরাসরি কিছু বলেননি তখন। তবে ক্রিকেট বোর্ড মনে করছে, দলের আবার মনোবিদের আশ্রয় নিতে যাচ্ছেন। চার বছর আগে প্রথম মেয়াদে যিনি কাজ করেছিলেন, সেই আলী আজহার খানই আবার কাজ করবেন মাশরাফিদের সঙ্গে।

    বিকেএসপির সাবেক ছাত্র আলী আজহার ২০১৪ সালেই একবার কাজ করেছিলেন বাংলাদেশ দলের সঙ্গে। এরপর অস্ট্রেলিয়ার মনোবিদ ফিল জনসিও খন্ডকালীন কাজ করেছিলেন। এবার আলী আজহারকেই আবার ফেরানো হচ্ছে। বাংলা জানেন বলে বিদেশী মনোবিদের চেয়ে তাঁকেই বেশি প্রাধান্য দিচ্ছে বোর্ড। আজ মিরপুরেই বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান নিশ্চিত করেছেন, ‘ ‘মনোবিদ যোগ দিয়েছে বাংলাদেশ দলের জন্য। সিরিজ চলাকালীন সময়ে বাংলাদেশ দলকে ছয় সাত দিন সময় দিবেন। ১৭ তারিখের দিকে আসবেন তিনি। উনার নাম আলি আজহার, যেহেতু উনি বাঙালি, বোঝাপড়ার ব্যাপারে এটা আমাদের প্লেয়ারদের জন্য ভাল হবে। তিনি খুব ব্যস্ত ছিলেন, আমি অনুরোধ করে তাঁর সময় নিয়েছি। তিনি ১৭-১৮ তারিখ থেকে প্লেয়ারদের সাথে থাকবেন, ৬-৭ দিনের জন্য এবং প্লেয়ারদের সাথে সেশন করবেন।’

    ২১ অক্টোবর শুরু হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ। ওই সময়েই দলের সঙ্গে কাজ করছেন আজহার।