• বাংলাদেশ-জিম্বাবুয়ে
  • " />

     

    'মাশরাফির বিকল্প হতে পারবে সাইফ উদ্দিন'

    'মাশরাফির বিকল্প হতে পারবে সাইফ উদ্দিন'    

    কয়েক দিন আগেই দল ঘোষণার পর মিরপুরে প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলছিলেন, এই মুহূর্তে সাত নম্বরে একজন বোলিং অলরাউন্ডারই তাদের ভাবনায় আছেন। সরাসরি না বললেও আভাসটা তখনই দিয়েছিলেন, আরিফুল হকের চেয়ে আপাতত সাইফ উদ্দিনকেই সাতে বিবেচনা করা হচ্ছে বেশি। তবে আজ বাংলাদেশ কোচ স্টিভ রোডস সাইফ উদ্দিনকে শুধু এই সিরিজের জন্য নয়, দীর্ঘ মেয়াদেই মাশরাফির বিকল্প হিসেবে দেখছেন।

    সাইফ উদ্দিনকে অনেক দিন থেকেই বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডারের জায়গায় লম্বা দৌড়ের ঘোড়া হিসেবে চিন্তা করা হচ্ছে। গত বছর শ্রীলঙ্কার সঙ্গে টি-টোয়েন্টি অভিষেক, সেই বছরেই ওয়ানডে অভিষেক। কিন্তু মিলারের এক ওভারের সেই পাঁচ ছয়ের পর এলোমেলো হয়ে পড়লেন অনেকটা, এরপর দেশে শ্রীলঙ্কা সফরে বাজে পারফরম্যান্সের পর আবারও বাদ পড়লেন দল থেকে। আয়ারল্যান্ড এ দলের বিপক্ষে ভালো করে আবারও ফিরেছেন জাতীয় দলে, সম্ভবত একাদশে আরও একটা সুযোগ পেতে যাচ্ছেন। রোডসের ভাবনায়ও যে ভালোমতোই আছেন, তা বোঝা গেল আজকের কথা থেকে, ‘আমার মনে হয় সাইফ উদ্দিন খুবই ভালো একজন অলরাউন্ডার। সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করার সামর্থ্য আছে ওর। খুব বেশি আন্তর্জাতিক ক্রিকেট অবশ্য খেলেনি ও। দল থেকে বাদ পড়েছে, আবার দলে এসেছে। আশা করছি সে ধীরে ধীরে আরও পরিণত হয়ে উঠবে।’

    তবে সাইফকে লম্বা সময়ের জন্যই দলের সম্পদ হিসেবে দেখছেন রোডস, ‘মাশরাফি দারুণ করছে, অধিনায়ক বা বোলার হিসেবে। আবার চোটের সমস্যাও আছে। মাশরাফির কিছু হলে ওরও তো একজন বিকল্প লাগবে। সাইফ উদ্দিন সেই ধরনের খেলোয়াড়। এসবও তো আমাদের ভাবতে হবে। ওকে আরও বেশি খেলার সুযোগ দিতে হবে যেন সে নিজেকে প্রস্তুত করতে পারে। ওর মনোভাব এবং শরীরী ভাষা আমার ভালো লেগেছে। আগের চেয়ে ভালো মনে হচ্ছে ওকে।’

    প্রশ্ন উঠল জাতীয় দল থেকে বাদ পড়া সৌম্য-মুমিনুলকে নিয়েও। রোডসের কথা থেকে আভাস পাওয়া গেল, বাদ পড়লেও সৌম্যদের ঘরোয়া লিগের পারফরম্যান্স নজর এড়িয়ে যাচ্ছে না তাঁর, ‘মানুষ যখন দল থেকে বাদ পড়ে তারা হতাশ, একাকী ও বিষণ্ণ হয়ে পড়ে। মনে করতে পারে, তাদের উপেক্ষা করা হচ্ছে। সৌম্য বা মুমিনুল ভালো খেলোয়াড়, তাদের কাছ থেকে এটা অবশ্য আশা করা যায় না। আবার দলে ফিরতেই পারে তারা। আমি খুশি সৌম্য জাতীয় লিগে দুইবার সত্তর করেছে, পাঁচ উইকেট নিয়েছে। আমি ওর সঙ্গে যোগাযোগ করেছে। আশা করব, ও এই পাফরম্যান্স ধরে রাখবে। মূল দলে কেউ পারফর্ম করতে না পারলে আবার পারফর্ম করতেই পারে তারা।’