'বার বার খেলা শেষে নিয়ে আসতে পারাটাও দক্ষতার ব্যাপার'
বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে ড. আলী আজহারের পরিচয় নতুন নয়। এর আগেও বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে সেশন হয়েছে তাঁর। তবে নানা কারণেই এবারের পর্বটা ছিল অন্যরকম। এই বছরেই বেশ কয়েক বার তীরে এসে তরী ডুবেছে বাংলাদেশের, মাঠের বাইরের নানা কারণে আলোচনায় এসেছেন ক্রিকেটাররা। এবারের সেশনের পর বাংলাদেশী এই মনোবিদ একটা প্রশংসাপত্রই দিলেন ক্রিকেটারদের। আর বার বার শেষে এসে খেই হারিয়ে ফেলাটাও দেখতে চান ইতিবাচকভাবেই।
এর আগে ২০১৪ সালে জাতীয় দলের সঙ্গে কাজ করেছিলেন। ব্যক্তিগতভাবে কয়েকজন ক্রিকেটার তাঁর সঙ্গে আলাদা করে কাজও করেছেন। আলী আজহারের অভিজ্ঞতা এবার অন্যরকমই, ‘আগের সাথে এখনকার তুলনায় করলে বলব, তাঁরা অনেক বেশি বদলে গেছে। এখন তাদের ভেতর অনেক বেশি আত্মবিশ্বাস রয়েছে, মানসিক দিক থেকেও অনেক শক্ত হয়েছে তাঁরা। কিন্তু আমরা এখন এটাকে খুব ক্লোজ মার্জিনে এসে এটাকে ধরে রাখতে পারি না।’
বার বার শেষে এসে হেরে যাওয়াটা অন্যভাবে দেখতে চাইলেন এই মনোবিদ, ‘আসলে এই পর্যায়ে আসাও অনেক কোয়ালিটির ব্যাপার। তাঁরা যেমন এই পর্যায়ে আসছে, তীরে আসার পর নৌকার ওজন যখন বেশি হয়ে যাচ্ছে, ওই সময়টা আর রাখতে পারছে না। আমাদের সুপ্ত প্রতিভাকে আরও বেশি বিকশিত করার চেষ্টা করতে হবে, যাতে আমরা সবচেয়ে কঠিন মুহূর্তে সবকিছু ঠিকঠাক করতে পারি। অবশ্যই এটা একটা দক্ষতা। এটা অর্জন করার জন্য প্র্যাকটিস করতে হবে। আমরা যখন স্কিল ট্রেনিং করব প্রতিদিন, তখন এই মেন্টার মাসল ডেভলপ হবে। এখন পর্যন্ত এটাই আমার মনে হয়েছে। এখন আমাদের পরের ধাপে যেতে হবে। ’
কাল শুরু হওয়ার পর আজ অনুশীলনের শেষে আরেক দফা সেশন হয়েছে মনোবিদের সঙ্গে। মুশফিক, মাহমুদউল্লাহসহ বেশ কয়েকজন বলছেন, বেশ কাজে দিয়েছে মনোবিদের সঙ্গে সেশন। আলী আজহার নিজে বললেন এমন কিছু নিয়মিতই হওয়া উচিত, ‘যখন এই রকম সেশন হয়, সবাই খুবই অনুপ্রাণিত হয়। আপনি যখন কোন মুভি দেখেন, তখন আপনি একটা প্রেরণা পান। কিন্তু সময়ের সাথে সাথে সেটা হারিয়ে যায়। সেজন্য আমরা কি করি, আমাদের ফিটনেস ট্রেনারের কাজ কি, শুধু মাত্র নতুন নতুন ফিটনেস ট্রেনিং শেখানো নয়, নিয়মিত যেন রুটিনটা মেন্টেইন করা যায়, সেই জন্য। সাইকোলজিও একই রকম, সবার জন্যই এটা গুরুত্বপূর্ণ। তাই পুরোপুরি না হলেও এমন সেশন আরও হওয়া উচিত।
‘অনেক সময় পারসনালি সেশন করে থাকে। কিন্তু আমি যখন এমন সেশন করি, তখন সবাইকেই অনেক ইন্সপায়ারড মনে হয়। তাঁরা চায় এমন সেশন আরও হোক। আমরা যদি এমন সেশন গুলো সিস্টেমের অংশ করে নিতে পারি, কন্টিনিউশনটা রাখতে পারি, তাহলে আমরা দ্রুত লক্ষ্য অর্জন করতে পারব।’