যেভাবে পাওয়া যাবে জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজের টিকিট
ইউসিবি ব্যাংক বা সহজ ডট কমে নয়, এবার শুধু ইউক্যাশেই পাওয়া যাবে জিম্বাবুয়ে সিরিজের জন্য টিকিট। ইউক্যাশের টিকিট পাওয়ার জন্য ডায়াল করতে হবে *২৬৮# এ। কেনার পর সেটি নিশ্চিত করে একটা বার্তা আসবে। এরপর ইউক্যাশ এজেন্টের কাছ থেকে ম্যাচ শুরুর আগে টিকিট সংগ্রহ করতে হবে। ১৬৪১৯ নম্বরে ডায়াল করলে পাওয়া যাবে বিস্তারিত।
এ ছাড়াও জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে ও টেস্টের টিকিট পাওয়া যাবে ম্যাচ শুরুর আগের দিন থেকে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামে, চট্টগ্রামে এমএ আজিজ স্টেডিয়াম ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং সিলেটে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে । টিকিট থাকলে পাওয়া যাবে ম্যাচের দিনও।
টিকিটের দাম
ওয়ানডেতে
গ্র্যাণ্ড স্টান্ড- ১০০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড-৫০০ টাকা
ক্লাব হাউজ-৩০০ টাকা
নর্থ/সাউথ স্ট্যান্ড-১৫০ টাকা
ইস্টার্ন স্ট্যান্ড-১০০ টাকা
(চট্টগ্রামে রুফ টপ হসপিটালিটি বক্সের জন্য ১০০০ টাকা)
টেস্টে
গ্র্যাণ্ড স্টান্ড- ৫০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড-৩০০ টাকা
ক্লাব হাউজ-২০০ টাকা
নর্থ/সাউথ স্ট্যান্ড-৮০ টাকা
ইস্টারন স্ট্যান্ড-৫০ টাকা
(সিলেটে গ্রিন হিল এরিয়ার জন্য ৫০ টাকা)