অননুমেয় মিরপুরে চেনা জিম্বাবুয়ে
কবে, কখন
২১ অক্টোবর, ২০১৮
বাংলাদেশ সময় ১৪৩০
ব্যাপারটা অভ্যাসের মতো। ঠিকঠাক হলে সমস্যা নেই, ব্যত্যয় হলেই বিপত্তি। জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের মুখোমুখি হয়ে সাম্প্রতিক সময়ে জেতাটাও বাংলাদেশের জন্য নিয়মিত ঘটনাই। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ শেষ হেরেছে ১০ ম্যাচ আগে, ২০১০ সালের পর দেশের মাটিতে হারেনি তাদের বিপক্ষে। নিজদের সাম্প্রতিক পারফরম্যান্সেও বাংলাদেশ এগিয়ে।
তবে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের অনুপস্থিতি মানসিকভাবে এগিয়ে রাখতে পারে জিম্বাবুয়েকে। অন্যদিকে তারা আবার পূর্ণশক্তির, বোর্ডের সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে দলে ফিরেছেন সিনিয়ররা, ফিরেছেন সিকান্দার রাজাও। দক্ষিণ আফ্রিকায় ভরাডুবির চিত্রটা নিজেদের ‘চেনা কন্ডিশনেই’ বদলাতে চান মাসাকাদজারা।
তামিম-সাকিব নেই, চোট ছিল মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহরও। তবে তারা সেরে উঠেছেন পুরোপুরি, সঙ্গে বাংলাদেশ সুযোগ পাচ্ছে বিশ্বকাপের আগে নিজেদের ব্যাক-আপ ক্রিকেটারদের বাজিয়ে দেখার। দলে প্রথমবার ডাক পেয়েছেন ফজলে রাব্বি, ফিরেছেন মোহাম্মদ সাইফ উদ্দিন।
অবশ্য ওপেনিংয়ের কম্বিনেশনটা ঠিক করতে হবে বাংলাদেশকে। এশিয়া কাপের ফাইনালে লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন মেহেদি হাসান মিরাজ, সেটা ছিল জরুরী অবস্থার মতো। সে অবস্থা কেটে গেছে, এবার লিটনের সঙ্গী হবেন অন্য কেউ। ঠিক করতে হবে মাহমুদউল্লাহর ব্যাটিং পজিশনও।
রঙ্গমঞ্চ
“মিরপুরের উইকেট সম্পর্কে ভবিষ্যতবাণী করা খুবই কঠিন, আমরা সবাই জানি। মিরপুরের উইকেট ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন আচরণ শুরু করে। আগে থেকে বলা খুবই কঠিন হবে। তবে প্রত্যাশা তো অবশ্যই করছি, সাধারণত ২৫০-৬০ রান হলে ম্যাচ ভাল হয়, আগে ব্যাট করা দলের জেতার সুযোগ বেশি থাকে। শুরুতেই যে ধীরগতির হবে বা টার্ন থাকবে, এমন আশা অবশ্যই করছি না। ভাল উইকেটে খেলতে চেয়েছি, এখন ভাল উইকেট হলেই হয়। কিন্তু মিরপুরের উইকেট তো, আগে থেকে অনুমান করা একটু কঠিন”, মাশরাফি বিন মুর্তজার কথাতেই আছে উইকেটের ব্যাপারে। এ মাঠে শেষ দুই ম্যাচ হেরেছে বাংলাদেশ, প্রথম ম্যাচ জিতলে বদলাবে সে ধারাটাও। আর আবহাওয়ার পূর্বাভাসে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম।
যাদের ওপর চোখ
লিটন দাস
একটা বড় ইনিংস যেন পাওনা হয়ে গিয়েছিল তার কাছে, এশিয়া কাপের ফাইনালে সেই সেঞ্চুরিটা করেছেন লিটন দাস। প্রত্যাশাও বেড়ে গেছে তাই তার প্রতি। এশিয়া কাপ থেকে ফিরে জাতীয় লিগে ভেঙেছেন প্রথম শ্রেণিতে বাংলাদেশের দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড। তামিম নেই বলে ওপেনিংয়ে ভাল শুরুর জন্য তার দিকে বেশি চেয়ে থাকবে বাংলাদেশ।
সিকান্দার রাজা
বিশ্বকাপ বাছাইপর্বে জিম্বাবুয়ে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল, টুর্নামেন্টসেরার পুরস্কার নিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সিকান্দার রাজা। জিম্বাবুয়ের হয়ে এরপর খেলা হয়নি তার বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে। চুক্তি থেকেও বাদ পড়েছিলেন। সে সমস্যা মিটমাট হয়েছে, রাজা বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই ফিরছেন জিম্বাবুয়ের হয়ে। প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখতে পারবেন এই অলরাউন্ডার?
সম্ভাব্য একাদশ
জ্বর ছিল রুবেল হোসেনের, যেতে হয়েছিল হাসপাতালেও। অ্যান্টিবায়োটিক নিতে হয়েছে, তবে মাশরাফি বলছেন, সেরে উঠছেন রুবেল। স্কোয়াডে একমাত্র আশঙ্কা রুবেলকের ঘিরেই।
বাংলাদেশ
লিটন, রাব্বি, ইমরুল, মুশফিক, মিঠুন, মাহমুদউল্লাহ, সাইফউদ্দিন, মিরাজ, মাশরাফি, মোস্তাফিজুর, রুবেল/নাজমুল
জিম্বাবুয়ে
মাসাকাদজা (হ্যামিল্টন), এরভিন, টেইলর, উইলিয়ামস, রাজা, মুর, চিগুম্বুরা, টিরিপানো, মাভুতা, জারভিস, চাতারা
সংখ্যার খেলা
১০
জিম্বাবুয়ের সঙ্গে সবচেয়ে বেশি ৪১টি ওয়ানডে জয়ের পর বাংলাদেশের কোনও দলের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চসংখ্যক জয়, ভারতের বিপক্ষে
১
সুযোগ পেলে ১৯৯৯ সালের পর প্রথম ত্রিশ পেরুনো ক্রিকেটার হিসেবে অভিষেক হবে ফজলে রাব্বির
৩
বাংলাদেশের বিপক্ষে হাজার বা এর বেশি রান করেছেন তিনজন জিম্বাবুইয়ান : ব্রেন্ডন টেইলর, এল্টন চিগুম্বুরা, হ্যামিল্টন মাসাকাদজা