• বাংলাদেশ-জিম্বাবুয়ে
  • " />

     

    ছোটখাটো কিছু ভুলেই হেরেছে জিম্বাবুয়ে: মাসাকাদজা

    ছোটখাটো কিছু ভুলেই হেরেছে জিম্বাবুয়ে: মাসাকাদজা    

     

    ম্যাচের শেষটা দেখে তার আক্ষেপটা হয়ত একটু বাড়লই। বাংলাদেশের কাছে প্রথম ওয়ানডেতে ২৮ রানে হারের পর জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিলটন মাসাকাদজাকে পোড়াচ্ছে বেশ কয়েকটি ব্যাপার। মাসাকাদজা বলছেন, পুরো ম্যাচে কিছু ছোট ছোট ভুল না করলে জিততে পারত জিম্বাবুয়েও।

    দারুণ এক সেঞ্চুরি করেছে ইমরুল কায়েস। সেই কায়েস ফিরতে পারতেন মাত্র সাত রানের মাথায়ই। ডিম স্কয়ার লেগে ব্র্যান্ডন মাভুতা ক্যাচটা ধরতে পারলে আরও বিপদেই পরত বাংলাদেশ। সাইফুদ্দিনও বেঁচে গেছেন টিভি আম্পায়ারের কল্যাণে। বিপদে অবশ্য এমনিও পড়েছিল মাশরাফিরা। ১৩৯ রানে ছয় উইকেট হারানোর পর ২৭১ করেছে বাংলাদেশ, এ নিয়েও জিম্বাবুয়ের বোলারদের কম আক্ষেপ থাকার কথা নয়।

    মাসাকাদজা বলছেন, ছোটখাটো কিছু ভুলের জন্যই হেরেছেন তারা, ‘আমরা খুব ভালো খেলেছি সব মিলিয়ে। কিন্তু কিছু কিছু ঘটনাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। ছোটখাটো সেই ভুলগুলো না হলে ফলাফল অন্যরকম হতে পারত। যদি টিভি আম্পায়ার সাইফুদ্দিনের সেই ক্যাচটা দিতেন, তাহলে অবশ্যই ম্যাচের মোড় ঘুরে যেত, নিয়ন্ত্রণ আমাদের হাতেই আসত। তবে এটাই ক্রিকেট। কখনো আপনার পক্ষে সিদ্ধান্ত যাবে, কখনো বিপক্ষে। আমাদের পক্ষে আজ সিদ্ধান্তটা যায়নি বলেই ম্যাচটা হাত থেকে ফসকে গেছে।’

    শেষের ১০ ওভারের বোলিংটাই ব্যাকফুটে ঠেলে দিয়েছে জিম্বাবুয়েকে, মানছেন মাসাকাদজা, ‘শেষের দশ ওভারের আসলে ম্যাচটা অনেক কঠিন হয়ে গেছে আমাদের জন্য। সেই সময়ে আরও ভালো বোলিং করলে অনেক কম লক্ষ্য তাড়া করতে হত, হয়ত আমাদের ব্যাটিংটাও অন্যরকম হত সেক্ষেত্রে। প্রথম দশ ওভারে আমরাও ভালো ব্যাটিং করেছি, এরপর খেই হারিয়ে ফেলেছে ব্যাটসম্যানরা।’

    ২৪ অক্টোবর চট্টগ্রামে হবে দ্বিতীয় ওয়ানডে।