• বাংলাদেশ-জিম্বাবুয়ে
  • " />

     

    আরব আমিরাতে টি-টোয়েন্টি খেলার অনুমতি চান সাকিব

    আরব আমিরাতে টি-টোয়েন্টি খেলার অনুমতি চান সাকিব    

     

    আঙ্গুলের চোট নিয়েই এশিয়া কাপে খেলেছিলেন সাকিব। শেষ পর্যন্ত ব্যথা নিয়ে টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরেছিলেন। অস্ত্রোপচার না হলেও পুরোপুরি সুস্থ হতে সাকিবের প্রায় তিন সপ্তাহের মতো লাগবে। এর মাঝেই বছরের শেষের দিকে আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি লিগে খেলার জন্য বিসিবির কাছে অনুমতি চেয়েছেন সাকিব। বিসিবি থেকে এখনো অবশ্য তাকে অনাপত্তিপত্র দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়নি।

    ২৩ ডিসেম্বর আরব আমিরাতে শুরু হবে এই টুর্নামেন্ট, শেষ হবে ১ জানুয়ারি। এই টুর্নামেন্টের পরেই বসবে বিপিএলের নতুন আসর। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউসুফ নিশ্চিত করেছেন সাকিবের অনাপত্তিপত্র চাওয়ার ব্যাপারটা, ‘সে আরব আমিরাতে টি-টোয়েন্টি লিগ খেলার অনুমতি চেয়ে আবেদন করেছে। কিন্তু বোর্ড এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। দুই-এক দিনের মাঝেই চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।’

    সাকিবের হাতে ৬ থেকে ১২ মাসের মাঝে কোনো অস্ত্রোপচার করা যাবে না। সামনের বছর আবার বিশ্বকাপ। তাহলে কেন বছরের শেষে টি-টোয়েন্টি লিগে খেলতে চান? ক্রিকবাজকে সাকিব জানিয়েছেন, মাঠে নামার কোনো সুযোগই নষ্ট করতে চান না তিনি, ‘আমি দ্রুততম সময়ে সুস্থ হয়ে ফিরতে চাই। আমি সব দরজা খোলা রাখতে চাই, যেন সুযোগ পেলেই খেলতে পারি। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে চাই। যদি সেটা সম্ভব না হয়, তাহলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেটাও না হলে আরব আমিরাতের ওই টুর্নামেন্ট ও বিপিএল দিয়ে ফিরতে চাই। এরপর আছে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ। নিজের ফিটনেস পুরোপুরি ফিরে পাওয়ার জন্য যতটা দ্রুত সম্ভব খেলায় ফিরতে চাই। এজন্য আরব আমিরাতে খেলতে চাওয়া, এর বেশি কিছু না।’