সেরে উঠেছেন রুবেল, দ্বিতীয় ম্যাচে আগের একাদশই?
অসুস্থতার জন্য প্রথম ওয়ানডেতে বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে। তবে দ্বিতীয় ম্যাচের আগেই সেরে উঠেছেন রুবেল হোসেন, চট্টগ্রামে আজ অনুশীলনে বলও করেছেন। মাশরাফি বিন মুর্তজাও নিশ্চিত করলেন, রুবেল এখন খেলার জন্য ফিট। মোস্তাফিজুর রহমানও কনুইতে চোট পেয়েছেন আগের দিন, তবে সেটা গুরুতর নয় বলেই জানালেন বাংলাদেশ অধিনায়ক। নিজেও খানিকটা কুঁচকির চোটে ভুগছেন, তবে বাংলাদেশের জন্য আশার কথা সেটি না খেলার মতো গুরুতর নয়।
অসুস্থতার জন্য প্রথম ম্যাচে রুবেলের জায়গায় সুযোগ পেয়েছিলেন নাজমুল ইসলাম অপু। ৩৮ রানে ২ উইকেট নিয়ে সুযোগটা কাজে লাগিয়েছেন ভালোমতোই। চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডের আগে নিজের দাবিও জানিয়ে রেখেছেন জোরেশোরে। তবে মাশরাফি জানালেন, রুবেলকে এখন ফিট।
প্রশ্ন উঠল মোস্তাফিজকে নিয়েও। আগের ম্যাচে পুরো ১০ ওভার বল করেননি, কনুইতে হালকা চোট পেয়েছিলেন। মাশরাফি বললেন, সামনে খেলার ধকলের কথা ভেবেই মোস্তাফিজকে বিশ্রাম দেওয়া হয়েছে, ‘মুস্তাফিজের আগের ম্যাচে কনুইতে একটু ব্যথা হচ্ছিল। আজ বোলিং করেছে সে, পরে ফিজিও রিপোর্ট দিবে। আমাদের সামনে টেস্ট ম্যাচ আছে, পর পর সিরিজ আছে, আমাদের এইসব খেয়াল রাখতে হয়। যারা টেস্ট খেলবে তাদের যেন অতিরিক্ত চাপ না আসে, যখন আমরা ম্যাচ জেতার দিকে তখন আমাদের এইসব ভাবতে হয়। যেহেতু মুস্তাফিজ কমপ্লেইন করছিল, ব্যথা করছিল, ও নিজেই বল করতে চাচ্ছিল না। তখন ওকে ব্রেক দেয়া, বিশেষ করে যখন বোলার অনুভব করে সে পারছে না, তখন। আর প্রায় সবাই সুস্থই আছে।’
এশিয়া কাপে আঙুলে চোট পেয়েছিলেন। সেটা মোটামুটি সারলেও কুঁচকির চোট একটু ভোগাচ্ছে তাঁকে। মাশরাফি বললেন, পুরোপুরি সেরে উঠতে একটু সময় দরকার তাঁর, ‘ আমার একটু সময় দরকার। আমি তো তিন সপ্তাহ অনুশীলন করতে পারিনি। পুরো ক্লিয়ার হয়নি। আমি হয়তো ব্রেকে থাকতে পারতাম। কিন্তু আমি তো একটা ফরম্যাটই খেলি। এটার পর চার-পাঁচ সপ্তাহের মতো ব্রেক আছে। কিছুটা ট্রিটমেন্টের দরকার। চিন্তাও করছি। হয়তোবা স্ট্রেন্থ এবং ফিটনেসের কাজ ঠিকঠাক মতো করতে পারলে আশা করি ভালো হবে। ওইখানে বল লেগেছে আবার গ্রোয়েন আছে…ফিজিও খুব ভালো ট্রিটমেন্ট করেছে। মোটামুটি ম্যানেজেবল।’
সিরিজ নির্ধারণী ম্যাচ বলে দ্বিতীয় ওয়ানডেতে আগের ম্যাচের দল নিয়েই নামতে পারে বাংলাদেশ, এমন আভাসও দিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক, ‘ শান্ত ও আরিফ বাইরে আছে। রনিও আছে। সিরিজ ডিসাইডিং ম্যাচ। হুট করে তাদের সরিয়ে দেওয়া কঠিন।’ তবে শেষ ম্যাচে বাইরে থাকার জন্য আশার বাণী শোনালেন অধিনায়ক, ‘শান্ত বসে আছে। ওর ক্রিকেট খেলাটাও জরুরী। আরিফুল এশিয়া কাপ থেকে ধারাবাহিক টিমের সাথে রয়েছে। সুযোগ পায়নি। পুরোদমে অনুশীলন করে যাচ্ছে। ও কিন্তু একটা সুযোগ ডিজার্ভ করে। কারণ ও জানে যে পরে আরও কঠিন টুর্নামেন্ট আসলে ওকে কিভাবে দেখবে। আবু হায়দার প্রথম ম্যাচে ভালো করেছে। ও কিন্তু সাইড বেঞ্চে আছে। এটা ভালো।’