জাতীয় লিগ ছেড়ে এবার জিম্বাবুয়ে সিরিজের দলে সৌম্য
মাঝপথে একটা সিরিজ ছেড়ে জাতীয় দলে যোগ দেওয়াটা যেন সৌম্য সরকারের নিয়তিই হয়ে গেছে। খুলনায় এইচপি ম্যাচ ছেড়ে চলে যেতে হয়েছিল এশিয়া কাপের জন্য দুবাইয়ে। এবার খুলনা থেকেই জাতীয় লিগের ম্যাচ দুই দিন খেলে আবার চলে আসছেন চট্টগ্রামে। জিম্বাবুয়ের সঙ্গে তৃতীয় ওয়ানডের দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার, আজই সেটি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।
অনেক দিন ওয়ানডে দলের বাইরে থাকার পর এশিয়া কাপের দলে হঠাৎ করেই ডাক পেয়েছিলেন সৌম্য। প্রথম ম্যাচে শুন্য রানে আউট হওয়ার পর ফাইনালে করেছিলেন ৩৩। দেশে ফিরেই জাতীয় লিগের প্রথম ম্যাচে পেয়েছিলেন সেঞ্চুরি। দ্বিতীয় রাউন্ডে না পেলেও তৃতীয় রাউন্ডে দুই ইনিংসেই পেয়েছেন ফিফটি। সেই ম্যাচেই আবার নিয়েছেন ৫ উইকেট। সেই ম্যাচ খেলেই রাতে খুলনা থেকে রওনা দিয়ে পর দিন সকালে বিকেএসপিতে নেমেছেন প্রস্তুতি ম্যাচ খেলতে। জিম্বাবুয়ের সঙ্গে সেই ম্যাচে ১০২ রানের ঝকঝকে এক ইনিংসও খেলেছেন। এরপরেই তাঁকে দলে নেওয়ার আভাস দিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।
এর মধ্যে সৌম্য চতুর্থ রাউন্ডের ম্যাচও শুরু করে দিয়েছিলেন পরশু। প্রথম ইনিংসে ৬৬ রানের পর কাল নিয়েছেন ২ উইকেট। তৃতীয় দিনের খেলার আগেই ডাক পড়েছে দল, এখন খুলনা থেকে যোগ দেবেন চট্টগ্রামে। অন্যদিকে জাতীয় লিগে তাঁর জায়গা নেবেন রবিউল ইসলাম রবি। সৌম্যকে নিয়ে জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে দলো ১৬ জনের।