• বাংলাদেশ-জিম্বাবুয়ে
  • " />

     

    রাব্বিকে আরেকটি সুযোগ দিতে চান মাশরাফি, কিন্তু...

    রাব্বিকে আরেকটি সুযোগ দিতে চান মাশরাফি, কিন্তু...    

    দুঃস্বপ্ন আসলে একটু কম হয়ে যায়, বলা যেতে পারে তার চেয়েও বেশি কিছু। ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচ কোনো রান না করেই শুরু করেছেন। অন্য সময় হলে দল থেকে বাদ পড়াটাই হয়তো নিয়তি। তবে জিম্বাবুয়ের সঙ্গে শেষ ম্যাচটা নিয়মরক্ষার বলেই আরেকটি সুযোগ আশা করতে পারেন ফজলে মাহমুদ রাব্বি। মাশরাফি বিন মুর্তজাও আজ বলেছেন, ব্যক্তিগতভাবে তিনি রাব্বিকে আরেকটি সুযোগ দিতে চান। তবে মনে করিয়ে দিলেন, সিদ্ধান্ত নেওয়ার ভার পুরোপুরি তাঁর ওপর নয়।

    ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচে ডাক মেরেছেন রাব্বি। তিনে নামা একজন ব্যাটসম্যানের জন্য এর চেয়ে বেশি খারাপ সম্ভবত আর কিছু হয় না। তৃতীয় ওয়ানডেতে তাঁর সুযোগ পাওয়াটা এখন বেশ অনিশ্চিত। মাশরাফি অবশ্য আজ বলেছেন, রাব্বিকে তিনি এই সিরিজে অন্তত দেখতে চান। তবে তাঁর কথা থেকে আভাস পাওয়ে গেল, শেষ পর্যন্ত হয়তো রাব্বির জায়গায় শান্তরই সুযোগ মিলবে, ‘আপনি যদি আমাকে দল নির্বাচন করতে বলেন তাহলে ওকে আরেকটি সুযোগ দিতে আমি দ্বিধা করবো না সত্যি কথা বলতে। আমার কাছে মনে হয় সে অনেক বেশি দুর্ভাগ্যবান। আর দ্বিতীয় কথা হল একই সময়ে ধরেন শান্তও বসে আছে। সেক্ষেত্রে আমাদের সকলেরই চাওয়া থাকবে যে শান্তই খেলুক। এখানেও একটি পয়েন্ট আছে। এখানে আসলে একা বলে কিছু হবে না। সবার সাথে আলোচনার ব্যাপার আছে। আমি যেটি বলবো সেটিই যে হবে তাও না। তবে রাব্বি আরেকটি সুযোগ পেলে আমি কিছু মনে করবো না, আমার সমস্যা নেই। আর আমি বিশ্বাস করি ব্যাকআপ করলে এভাবেই করা উচিৎ।’

    সিরিজ জিতে গেছে বাংলাদেশ, নিয়মরক্ষার শেষ ওয়ানডের জন্য দলে বেশ কিছু পরিবর্তন আসাটা প্রত্যাশিতই। দুই সিনিয়র খেলোয়াড় মুশফিক-মাহমুদউল্লাহর জায়গায় নতুনরা সুযোগ পাবেন, এমন একটি ধারণাও হয়তো করতে পারেন কেউ। তবে মাশরাফি আভাস দিলেন, মুশফিক-মাহমুদউল্লাহ দুজনেই খেলছেন, ‘মুশফিক দেখেন গতকাল ৪০ রানে অপরাজিত ছিল। এটি ও অনুভব করে যে এতে তাঁর আগামীতে ফর্মে থাকতে সুবিধা হবে। এটি ম্যান টু ম্যান আসলে নির্ভর করে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রস্তুতি বা সামনে এগিয়ে যেতে বা ফর্ম কিভাবে ধরে রাখতে হবে এগুলো কিন্তু নির্ভর করে। যেমন রিয়াদের কথা যদি বলেন যে সে প্রথম ইনিংসে রান করেনি সুতরাং সে অবশ্যই চাইবে খেলতে। এই জিনিসগুলো কিন্তু অনেক সময় ম্যাটার করে। আমার কাছে মনে হয় সবাইকে তো সরানো যাবে না। একটি দুইটি জায়গা আছে যেগুলো নিয়ে চিন্তা করা যেতে পারে।'’

    নিজের চোট নিয়েও খানিকটা দুশ্চিন্তার আছে। তবে মাশরাফি খেলবেন বলেই জানালেন, ‘দেখুন আমি তো একটি ফরম্যাটে খেলি। সুতরাং যেভাবেই হোক সবসময় খেলতে চাই। অন্যদের মত না যারা টেস্ট খেলে, কিংবা টি টুয়েন্টি খেলে। অথবা ঘরোয়া লীগে চার দিনের ম্যাচ খেলে। আমার জন্য তো সেটা না। আমি তো একটি ফরম্যাট খেলি। তো এখানেও যদি বিশ্রাম নেই তাহলে বেশ কঠিন হয়ে যায় নিজেকে সেট করা।