তামিমের রেকর্ড ভাঙলেন ইমরুল
কাল হোটেল লবিতে মজা করে ইমরুল কায়েসকে জিজ্ঞাসা করা হলো, ৯০ রানে আউট হয়ে গেছেন, এমন সুযোগ তো আর আসবে না!
ইমরুল উত্তর দিলেন, ব্যাপার না, পরের ম্যাচেই সেঞ্চুরি হবে।
সেই সেঞ্চুরির আগেই অবশ্য এমন একটা রেকর্ড ভেঙেছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে যেটি ভাঙা রীতিমতো দুর্দান্ত একটা ব্যাপার। তিন বছর আগে পাকিস্তানের বিপক্ষে এক সিরিজে তামিম ইকবাল এক সিরিজেই করেছিলেন ৩১২ রান। প্রথম ম্যাচে ১৩২ রান করার পর দ্বিতীয় ম্যাচে করেছিলেন অপরাজিত ১১৬ রান,। শেষ ম্যাচে বাংলাদেশের হয়ে প্রথম টানা তিনটি সেঞ্চুরির রেকর্ডও হাতছানি দিচ্ছি। কিন্তু শেষ পর্যন্ত তা আর পাওয়া হয়নি। তবে তিন ম্যাচ সিরিজে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ডটা নিজের করে নিয়েছিলেন।
সেই রেকর্ডের কাছাকাছি তামিম গিয়েছিলেন এই বছরে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে করেছেন ২৮৭। প্রথম ম্যাচে ১৩০ রানে অপরাজিত থাকার পর দ্বিতীয় ম্যাচে করেছিলেন ৫৪। শেষ ম্যাচে ১০৩ রান করে আবার জিতিয়েছিলেন দলকে।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে বেশ কিছু দিন পর ফিরেছিলেন নিজের প্রিয় পজিশন ওপেনিংয়ে। ১৪৪ রানের ইনিংসটা ছিল বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ। পরের ম্যাচেও হাতছানি দিচ্ছিল সেঞ্চুরি, কিন্তু ৯০ রান করে ক্যাচ তুলে দিয়ে এলেন। রেকর্ডটা ভাঙতে শেষ ম্যাচে করতে হতো ৭৯ রান। ইমরুল সেটি ভাঙলেন ২৫তম ওভারেই এসে।