• বাংলাদেশ-জিম্বাবুয়ে
  • " />

     

    বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে ফিরলেন পোফু

    বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে ফিরলেন পোফু    

    চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়েছেন জিম্বাবুয়ে পেসার রিচার্ড এনগারাভা। দলে তরুণদের অন্তর্ভুক্তির পরিকল্পনার অংশ ছিলেন তিনি, সিলেটেই অভিষেক হতে পারতো তার। এই বাঁহাতি পেসারের জায়গায় দলে ডাকা হয়েছে অভিজ্ঞ পেসার ক্রিস পোফুকে। 

    চট্টগ্রামে তৃতীয় ওয়ানডের সময় কুঁচকিতে চোট পেয়েছেন এনগারাভা। জরুরী ভিত্তিতেও তাকে টেস্ট সিরিজের মাঝে সেরে তোলা যাবে না বলে জানিয়েছেন জিম্বাবুয়ের ফিজিওথেরাপিস্ট আনেসু মুপোতারিঙ্গা। 

    “দলের মাঝে তারুণ্য বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে তাকে নিয়ে কাজ করা হচ্ছিল এই সফরে, সে সুযোগের অপেক্ষায় ছিল”, বলেছেন জিম্বাবুয়ের নির্বাচকদের আহবায়ক ওয়াল্টার চাওয়াগুতা। 

    “যারা দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকে নিয়মিত খেলে আসছে, সেসব পেসারদের বিশ্রাম দিয়ে অন্যদের খেলানোর পরিকল্পনা ছিল আমাদের, যেটা এনগারাভাকে সুযোগ করে দিত।” 

    আপাতত সুযোগ পাচ্ছেন ২০০৫ সালে বাংলাদেশের বিপক্ষেই অভিষেক হওয়া পোফু। ক্যারিয়ারে ৮০টি ওয়ানডের সঙ্গে ১৫টি টেস্ট খেলেছেন এই ডানহাতি পেসার। তবে ওয়ানডে স্কোয়াডে ছিলেন না ৩২ বছর বয়সী এমপোফু। 

    ৩ তারিখ সিলেটে হবে দুই দলের প্রথম টেস্ট। এ ভেন্যুর টেস্ট অভিষেকও হচ্ছে এই ম্যাচ দিয়েই। 

    বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টেস্ট স্কোয়াড 

    হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চারি, ক্রেইগ এরভিন, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেজিস চাকাভা, ডোনাল্ড টিরিপানো, কাইল জারভিস, ব্র্যান্ডন মাভুতা, জন নায়ুম্বু, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, টেনডাই চাতারা, ক্রিস এমপোফু