• বাংলাদেশ-জিম্বাবুয়ে
  • " />

     

    মিরপুরে ১২০ ভাগ দেবে বাংলাদেশ: মাহমুদউল্লাহ

    মিরপুরে ১২০ ভাগ দেবে বাংলাদেশ: মাহমুদউল্লাহ    

    চাপ বলতে পারেন, বা বলতে পারেন অন্য কিছুও। তবে সিলেট টেস্টের পর বাংলাদেশ দল এখন যে অবস্থায়, সেটা আসলে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতোই। আগামীকাল থেকে শুরু মিরপুর টেস্টের আগে আজ সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ ঠিক সেই কথাটাই বললেন। তবে এমন খাদের কিনারে দাঁড়িয়ে বাংলাদেশ অধিনায়ক বলছেন, খুব বেশি চিন্তা না করে নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে চান।

    চিন্তা না করতে চাইলেও অবশ্য উপায় নেই। বাংলাদেশ দল এখন এমন অবস্থায় দাঁড়িয়ে, চিন্তা করতে হচ্ছে অনেক কিছুই। জিম্বাবুয়ের কাছে দেশের মাটিতে সিরিজ হার আর ধবলধোলাইও চোখ রাঙাচ্ছে। যেমন একাদশে কাল অন্তত দুইটি পরিবর্তনের কথা শোনা যাচ্ছে; অপুর জায়গায় মোস্তাফিজ আর শান্তর জায়গায় আসতে পারেন মিঠুন। কিন্তু শুধু পরিবর্তন হলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে না। বরং জিম্বাবুয়ের কাছে ওভাবে হারতে হয়েছে বলেই সমালোচনার তির আরও বেশি করে বিঁধছে। মাহমুদউল্লাহ অবশ্য জিম্বাবুয়ে বলে আলাদাভাবে কোনো চাপ নিচ্ছেন না, ‘ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে যেভাবে দেখি, আমি জিম্বাবুয়েকেও একই চোখে দেখি। কারণ মাঠে গিয়ে ভাল খেলাটাই মূল লক্ষ্য। সেটা যদি আপনি করতে না পারেন তাহলে আপনারও খারাপ লাগবে, কারণ আপনি দেশের হয়ে ভাল করতে পারছেন না। এটা সবাইকেই অনেক পীড়া দেয়। আমরা এখন সবার সাথেই কথা বলেছি, টিম ম্যানেজমেন্টের সবার সাথেই আলাপ হয়েছে। আমাদের এখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মত অবস্থা। আমাদের স্ট্রংলি কামব্যাক করতে হবে। এখানে অন্য কোন সুযোগ নেই।

     

    সিলেটের পর বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে আগাপাশতলা বিশ্লেষণ হয়েছে নিশ্চিতভাবেই। সেটা হওয়ার কথা ব্যাটিং নিয়েই। মাহমুদউল্লাহ এসব স্বীকার করলেন। তবে তার মধ্যেও মনে করিয়ে দিলেন, খুব বেশি চিন্তা করতে চাইছে না তাঁর দল, ‘সিলেটের ম্যাচের পর আমরা সব প্লেয়াররাই একত্রে বসেছিলাম। আমরা সেই ম্যাচে কি ইতিবাচক ব্যাপার ছিল, কি খারাপ করেছি যেগুলো আমরা পরের ম্যাচে করতে না। এই জিনিস গুলো পয়েন্ট আউট করা হয়েছি। কিছু জায়গায় যদি শক্ত থাকতে পারি তাহলে আমরা ভাল পারফর্মেন্স করতে পারব। কারণ আমাদের আসল চিন্তার জায়গা ব্যাটিং। এই জায়গায় আমরা অন্য ফরম্যাটে যত ভাল করতে পারছি, টেস্ট ক্রিকেটে ততো ভাল করতে পারছি না। এটাই আমাদের সবচেয়ে বড় চিন্তার জায়গা। আবার আমরা যদি খুব বেশি চিন্তা করি তাহলে চাপটা আমাদের উপরেই পড়বে। আমাদের স্বাভাবিক খেলাটাই খেলতে চাইব। আমরা যদি ঐ জিনিসটা করতে পারি, তাহলে আমাদের ভাল করার সুযোগ থাকবে।’

    অধিনায়ক তাই বললেন, এই টেস্টে দল শতভাগ নয়, তার চেয়েও বেশি দিয়ে খেলবে, ‘সবার ব্যক্তিগত বিশ্বাসের জায়গা থাকে। প্লেয়াররা নিজে থেকেও চিন্তা করে, দলও চিন্তা করে। আমার মনে হয় আমাদের দেশের প্লেয়াররা অনেক হৃদয় দিয়ে খেলে। যেই তাঁর দেশের জন্য খেলে সবসময় ১০০ ভাগ দিয়েই খেলে। এই টেস্টে আমরা ১২০ ভাগ দিয়ে খেলব। ’