যে রেকর্ডটা চাননি মিঠুন
টেস্ট অভিষেকের জন্য কত তৃষিত প্রহর কাটে কতজনের। এক অর্থে মোহাম্মদ মিঠুনের চেয়ে বেশি সেটা আর কাটেনি কারও। সেই চার বছর আগে আন্তর্জতিক অভিষেক হয়েছিল, প্রথম শ্রেণির ক্রিকেট খেলছেন এক যুগ করে। আজ অবশেষে অভিষেক হলো, যদিও তা স্মরণীয় করে রাখতে পারলেন না মোহাম্মদ মিঠুন। তবে একটা রেকর্ড গড়ে ফেলেছেন ঠিকই। হতে পারত মোহাম্মদ মিঠুনের এখন পর্যন্ত প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৮৮টি, টেস্ট অভিষেকের আগে সবচেয়ে বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলার নাজিম উদ্দিনের বাংলাদেশের রেকর্ডটা ভেঙে দিয়েছেন।
সেই ২০০৬ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল মিঠুনের। এরপর এক যুগ কেটে গেছে, ম্যাচ খেলেছেন ৮৮টি। সিলেট টেস্টে খেলার সম্ভাবনা থাকলেও খেলা হয়নি। মিরপুরে এসে সেটি হয়েছে মিঠুনের। টেস্ট অভিষেকের আগে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলার রেকর্ডটা এর আগে ছিল নাজিম উদ্দিনের। ২০০২ সালে রাজশাহীর হয়ে জাতীয় লিগের ম্যাচ দিয়ে শুরু চট্টগ্রামের এই ব্যাটসম্যানের। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট অভিষেকের আগে নাজিম উদ্দিন প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৮১টি। অবশ্য অভিষেকের পর আর মাত্র দুইটি টেস্ট খেলতে পেরেছেন।
তার আগে সিলেটে অভিষেক হয়েছিল আরিফুল হকের, টেস্ট ক্যাপ পরার আগে ৭৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন। আরিফুল হকের প্রথম শ্রেণি অভিষেকও মিঠুনের সঙ্গে একই বছরে, ২০০৬ সালে। বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন এই বছরই, ওয়ানডে-টি টোয়েন্টি খেললেও টেস্ট ক্যাপটা পাওয়া হয়নি তাঁর। সিলেটে আরেক অভিষিক্ত নাজমুল অপুর প্রথম শ্রেণিতে অভিষেক ২০১০ সালে, এরপর ৫৪টি ম্যাচ খেলতে পেরেছেন শেষ পর্যন্ত।
এই তালিকা একেবারে বিপরীত প্রান্তে দাঁড়িয়ে আছেন দুজন- মাশরাফি বিন মুর্তজা ও নাজমুল হোসেন। প্রথম শ্রেণিতে খেলার আগেই দুজন পেয়ে গেছেন টেস্ট ক্যাপ, একটি করে প্রথম শ্রেণির ম্যাচ খেলার পর যেমন পেয়েছেন মোহাম্মদ রফিক ও বিকাশ রঞ্জন দাশ, দুজনই খেলেছিলেন বাংলাদেশের প্রথম টেস্টে।
এই তালিকা একেবারে বিপরীত প্রান্তে দাঁড়িয়ে আছেন দুজন- মাশরাফি বিন মুর্তজা ও নাজমুল হোসেন। প্রথম শ্রেণিতে খেলার আগেই দুজন পেয়ে গেছেন টেস্ট ক্যাপ, একটি করে প্রথম শ্রেণির ম্যাচ খেলার পর যেমন পেয়েছেন মোহাম্মদ রফিক ও বিকাশ রঞ্জন দাশ, দুজনই খেলেছিলেন বাংলাদেশের প্রথম টেস্টে।
আর যদি বাংলাদেশ থেকে বলয়টা পুরো ক্রিকেটবিশ্বে ছড়িয়ে দেওয়া হয়, টেস্ট অভিষেকের আগে সবচেয়ে বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলার রেকর্ডে ইংলিশদের জয়জয়কার। ইংলান্ডের উইলিয়াম অ্যাস্টিল টেস্ট অভিষেকের আগে খেলেছিলেন ৪২৩টি প্রথম শ্রেণির ম্যাচ। এই তালিকায় প্রথম ত্রিশের মধ্যে ইংল্যান্ডের বাইরে আছেন শুধু একজন। তিনি নিজ নামে না হলেও বাবার নামে বিখ্যাত। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি জর্জ হেডলির ছেলে রন হেডলি টেস্ট অভিষেকের আগে খেলেছিলেন ৩৯১টি প্রথম শ্রেণির ম্যাচ।
টেস্ট অভিষেকের আগে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি প্রথম শ্রেণির ম্যাচ
মোহাম্মদ মিঠুন (৮৮)
নাজিম উদ্দিন (৮১)
আরিফুল হক (৭৬)
শামসুর রহমান (৬৬)
মার্শাল আইয়ুব, আবু জায়েদ চৌধুরী (৬২)
জহুরুল ইসলাম, সানজামুল ইসলাম (৬০)
জিয়াউর রহমান (৫৮)
ইলিয়াস সানি (৫৬)
নাজমুল ইসলাম (৫৪)