• বাংলাদেশ-জিম্বাবুয়ে
  • " />

     

    মুশফিকের মিরপুর-খরা, মিরপুরে মুমিনুল সেরা

    মুশফিকের মিরপুর-খরা, মিরপুরে মুমিনুল সেরা    

    ১৬১

    মিরপুরের সেরা বোলিং ফিগারটা একজন বাংলাদেশীর, ২০১৪ সালে তাইজুল এখানেই নিয়েছিলেন ৮ উইকেট। তবে ব্যাটিংয়ে চিত্রটা আলাদা, বড় ইনিংস এখানে খেলেছেন বিদেশীরাই। তিনটি ডাবল সেঞ্চুরি আছে মিরপুরে- পাকিস্তানের আজহার আলি (২২৬), ওয়েস্ট ইন্ডিজের শিবনারাইন চন্দরপল ও শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনের (দুজনেরই অপরাজিত ২০৩)। বাংলাদেশের হয়ে এ মাঠে সর্বোচ্চ ইনিংস এর আগে ছিল তামিম ইকবালের, ২০১০ সালে ভারতের বিপক্ষে ১৫১ রান করেছিলেন তামিম ইকবাল। আজ তামিমকে টপকে ১৬১ করলেন মুমিনুল হক। 


    চট্টগ্রাম, গল, কিংসটাউন, ওয়েলিংটন, হায়দরাবাদ- মুশফিক এর আগে পাঁচটি সেঞ্চুরি করেছিলেন পাঁচটি আলাদা ভেন্যুতে। মিরপুরে ছয়টি ফিফটি ছিল তার, সর্বোচ্চ ৬৯। ৬১ থেকে ৬৯-এর মাঝেই আউট হয়েছিলেন পাঁচবার। মুশফিক সেই খরাটা কাটালেন, মিরপুরে পেলেন প্রথম টেস্ট সেঞ্চুরি। মুমিনুল হকের এ নিয়ে সাতটি সেঞ্চুরির সবকটিই অবশ্য দেশের মাটিতে, মিরপুরে এটি দ্বিতীয়। বাকি পাঁচটি চট্টগ্রামে। 

    ২৬৬ 

    চতুর্থ উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। মুমিনুল-মুশফিকের আগে এ জুটির রেকর্ডেও অংশ ছিলেন মুমিনুল। এ বছরের জানুয়ারিতে চট্টগ্রামে লিটন দাসের সঙ্গে ১৮০ রান করেছিলেন তিনি। এ উইকেটে ১৫০-পেরুনো জুটি আরও দুইটি আছে বাংলাদেশের। ২০১২ সালে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬৭ রান করেছিলেন সাকিব আল হাসান ও নাইম ইসলাম, ২০১৭ সালে একই ভেন্যুতে সাকিব ও তামিম ইকবাল মিলে তুলেছিলেন ১৫৫ রান। সব মিলিয়ে রানের দিক দিয়ে এ জুটি বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ। 


    ২০১৪ সালে তামিম ইকবাল ও ইমরুল কায়েস চট্টগ্রামে ওপেনিংয়ে তুলেছিলেন ২২৪ রান। জিম্বাবুয়ের বিপক্ষে যে কোনও উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি ছিল সেটিই। মুশফিক-মুমিনুলের আজকের জুটিতে ভাঙলো সে রেকর্ড। জিম্বাবুয়ের বিপক্ষে এখন সবচেয়ে বেশি রান মুশফিক-মুমিনুল জুটিরই। আর দুজনের এটি তৃতীয় সেঞ্চুরি-পেরুনো জুটি।