অবশেষে মিরপুরেই মুশফিকের ইতিহাস-গড়া ডাবল
এমন নয়, ডাবল সেঞ্চুরি এই প্রথম পেলেন ক্যারিয়ারে। পাঁচ বছর আগে গলে ২০০ নামের ম্যাজিক ফিগারটা বাংলাদেশের হয়ে প্রথম ছুঁয়েছিলেন মুশফিকুর রহিমই। এরপর তামিম ইকবাল, সাকিব আল হাসানও হেঁটেছেন মুশফিকের পথে। তবে দুবার সেই কীর্তি হয়নি। অবশেষে মুশফিকই সেই কীর্তি করে দেখালেন আবার। এই মিরপুরে এর আগে জয়াবর্ধনে, চন্দরপল, আজহার আলীরা ডাবল সেঞ্চুরি পেলেও সেই কীর্তি ছিল না বাংলাদেশের কারও। তার চেয়েও বিস্ময়কর, এই বছরেই টেস্ট ক্রিকেটে এটা প্রথম ডাবল সেঞ্চুরি।আর উইকেটকিপার হিসেবে দুইটি ডাবল সেঞ্চুরির কীর্তিও এখন একমাত্র মুশফিকের।
মুশফিকের এই ইনিংসের মহিমা আরেকটা কারণেও বেশি। কাল ২৬ রানে ৩ উইকেট পড়ার পর নেমেছেন, আজ ব্যাটিং করেছেন চা বিরতির পরেও। টেস্ট ক্রিকেটে মিনিটের হিসেবে বাংলাদেশের দীর্ঘতম ইনিংসের রেকর্ডটা ছিল অভিষেক টেস্টেই আমিনুল ইসলাম বুলবুলের, ১৪৫ রানের ইনিংসে খেলেছিলেন ৫৩৫ মিনিট। মুশফিক এই ইনিংসে ছাড়িয়ে গেলেন তাঁকে। আর বলের হিসেবে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম ইনিংস ছিল মোহাম্মদ আশরাফুলের, পাঁচ বছর আগে গল টেস্টে ১৯০ রানের ইনিংসে খেলেছিলেন ৪১৭ বল। মুশফিক ভেঙে ফেলেছেন সেই রেকর্ডও।
ডাবল সেঞ্চুরি পাওয়ার আগে কয়েকটা মুহূর্ত একটু অপেক্ষাতেই কেটেছে। ১৯৯ রানে আসার পর মাভুতার একটি ওভারে কোনো রান নেননি। ইনিংসে ওই একটা মেডেনই পেয়েছেন মাভুতা। সিকানাদার রাজার পরের ওভারে চতুর্থ বলে স্ট্রাইক পেলেন। পরের বলটা স্কয়্যার লেগে ঠেলে দিয়েই নিলেন রান, ফেটে পড়লেন উল্লাসে। অদৃশ্য চুমো ছুঁড়ে দিলেন কারও দিকে, সিজদায় স্মরণীয় করে রাখলেন মুহূর্তটা।
সকাল থেকে বেশ সতর্ক হয়ে খেলছিলেন। প্রথম সেশনের প্রথম ঘন্টায় কোনো স্ট্রোকই খেলেননি, নিয়েছেন মাত্র চার রান। পরের ঘন্টায় একটু সচল করেছেন রানের চাকা, দুইটি চারে লাঞ্চের আগে পৌঁছে গিয়েছিলেন ১৩৫ রানে। লাঞ্চের পর পেসাররা সরে গিয়ে স্পিনাররা এসেছেন, মুশফিকের ব্যাটে তরতর করে আসতে শুরু করেছে রান। সিকান্দার রাজার এক ওভারে পর পর দুই বলে চার-ছয় মেরেছেন। একটা সময় মনে হচ্ছিল লাঞ্চের আগেই ডাবল সেঞ্চুরিটা হয়ে যাবে। শেষ পর্যন্ত তা আর হয়নি, ১৯৫ রান নিয়ে গেছেন চা বিরতিতে। শেষ পর্যন্ত ৪০০ বল পার হয়েই পেয়েছেন ডাবল।
এরপরও বাকি ছিল আর একটি অর্জন। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংসটি ছিল সাকিব আল হাসানের, গত বছর ওয়েলিংটনে করেছিলেন ২১৭ রান। মুশফিক ছাড়িয়ে গেলেন সেই রানও।