• বাংলাদেশ-জিম্বাবুয়ে
  • " />

     

    তামিম ফিরছেন, সাকিবের জন্য অপেক্ষা

    তামিম ফিরছেন, সাকিবের জন্য অপেক্ষা    

    মাঠে বাংলাদেশ খেলছে, আর দুজনেই তাতে দর্শক। সাকিব আল হাসান-তামিম ইকবাল জিম্বাবুয়ে সিরিজে পুরোটাই দেখেছেন বাইরে থেকে। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ফেরার জোর সম্ভাবনা আছে দুজনেরই। তামিমের ক্ষেত্রে সেটি প্রায় নিশ্চিত হলেও সাকিবের জণ্য এখনো অপেক্ষা করছেন নির্বাচকেরা। দল ঘোষণাও সেজন্য পিছিয়ে দিয়েছেন এক দিন। ২২ নভেম্বর থেকে চট্টগ্রামে শুরু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট। 

    আজ মিরপুরে টেস্ট শেষেই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর কাছে জানতে চাওয়া হয়েছিল সাকিব-তামিমের সাম্প্রতিক অবস্থা নিয়ে। এশিয়া কাপের প্রথম কব্জির হাড়ে চির ধরে বাদ পড়েছিলেন তামিম, গত সপ্তাহ থেকে পুরোপুরি অনুশীলন শুরু করেছেন নেটে। সাকিব আল হাসানের সমস্যাটা অবশ্য অনেক পুরনো, এই বছরে পাওয়া আঙুলের চোট সংক্রমিতই হয়ে গিয়েছিল। একটা সময় এই বছরে আর না খেলার সম্ভাবনাই জেগেছিল। তবে আজ সাকিব হালকা ব্যাটিং অনুশীলন করেছেন, প্রথম টেস্টের আগে তাঁকে পাওয়ার সম্ভাবনা আছে বলেও জানিয়েছেন প্রধান নির্বাচক,

    'তামিমের সুস্থতা নিয়ে আমরা যথেষ্ট সন্তুষ্ট। আজকে আপডেট দিবে আমাদের ফিজিও। সেই হিসেবে আমরা পদক্ষেপ নিব। তবে সাকিবের ব্যাপারে আমরা কিছু আপডেট পাইনি। আশা করি তামিমকে আমরা পাচ্ছি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এবং সাকিবের ব্যাপারেও যথেষ্ট আশাবাদী আমরা। আজকে যদি আমরা আপডেট পাই তাহলে কালকে দল ঘোষণা করব, সেই হিসেবে আমরা আপডেট পেলে তখন চিন্তাভাবনা করব।' 

    মিনহাজুল অবশ্য চান সাকিব তিন ফরম্যাটই খেলুক, ‘আমি তো চাই সুস্থ থাকলে সে তিন ফরম্যাটেই খেলুক। কারণ সেরা অলরাউন্ডার এবং সেরা ক্রিকেটার দলে থাকলে সকলেই উজ্জীবিত থাকে। সেই হিসেবে তাঁকে আমরা সব ফরম্যাটে পেলে আমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট।' 

    সাকিবের সিদ্ধান্তটা কাল ফিজিওর সঙ্গে কথা বলার পরেই নেবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক,‘সে তো মাত্র আজকে ব্যাটিং শুরু করেছে। কালকের দিনটি বোঝা যাবে সে কতটা উন্নতি করেছে। কারণ ইনজুরির পর অনেক বড় একটি বিরতি গিয়েছে। তো আগামীকাল ফিজিওর একটি রিপোর্ট দেয়ার কথা কালকে। সবকিছু পাওয়ার পরেই আমরা সিদ্ধান্ত নিতে পারব।'