• বাংলাদেশ-জিম্বাবুয়ে
  • " />

     

    বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন হোল্ডার

    বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন হোল্ডার    

    ভারতের কাছে তিন ফরম্যাটে সিরিজ হেরেই বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ। সফর শুরুর আগেই অবশ্য বড় একটা ধাক্কা খেল ক্যারিবিয়ানরা। ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে গেলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার।

    ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী জনি গ্রেভ নিশ্চিত করেছেন হোল্ডারের বাংলাদেশে না আসার খবরটি, ‘হোল্ডারের ইনজুরিটা হয়েছে কাঁধে। নভেম্বর ও ডিসেম্বরে তাকে ফিজিওথেরাপি নিতে হবে। তাই সে বাংলাদেশে না গিয়ে দেশে ফেরত আসছে। কমপক্ষে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। মেডিকেল প্যানেল দুশ্চিন্তায় ছিল হোল্ডার বাংলাদেশে গিয়ে বোলিং করতে পারবেন কিনা। সেটা করলে হয়ত ইনজুরিটা আরও বাড়তে পারত ও তাঁর অস্ত্রোপচার দরকার হতো। তাই তাকে বাংলাদেশ সফরে না গিয়ে বারবাডোজে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আশা করি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে সে সুস্থ হয়ে উঠবে।’

    এদিকে বাংলাদেশে আসতে না পেরে হতাশ হোল্ডার, ‘বাংলাদেশে না যেতে পেরে খুবই হতাশ। কিন্তু কিন্তু কাঁধের ইনজুরিটা যেন আর খারাপের দিকে না যায়, এজন্য ডাক্তারদের পরামর্শ মেনেই দেশে ফিরছি। সেই মার্চে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত বিশ্বকাপের বাছাইপর্ব থেকে কাঁধের ব্যথাটা ভোগাচ্ছে আমাকে। এখন এই ব্যথা অনেক বেশি বেড়ে গেছে। তাই এটাকে এখন ঠিক করতে চাই। বাংলাদেশের বিপক্ষে সিরিজে না থাকতে পেরে হতাশ লাগলেও আমি জানি আমার দল সেখানে গিয়ে জেতার মতো সক্ষমতা রাখে। আশা করি প্রতিদ্বন্দ্বিতামূলক একটি সিরিজ শেষে আমরাই জিতব।’

    ২২ নভেম্বর প্রথম টেস্টের মধ্য দিয়ে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ।