• বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
  • " />

     

    প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেলেন সাদমান

    প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেলেন সাদমান    

    সৌম্য সরকার ও ইমরুল কায়েস- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ১৩ জনের টেস্ট দলে দুজনই ছিলেন ওপেনার। চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭৩ রান করার পর আরও একজন যোগ দিলেন, ১৪তম সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন সাদমান ইসলাম।

    ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষের পর পরেই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেছিলেন, চট্টগ্রামের প্রস্তুতি ম্যাচে কেউ দারুণ করলে সুযোগ পেতে পারেন টেস্ট দলে। সাদমান সেই সুযোগটা কাজে লাগাতে ভুল করলেন না, কোচ স্টিভ রোডস ও নির্বাচক হাবিবুল বাশারের সামনে খেললেন লম্বা একটা ইনিংস। এমনিতেও তিনি ঘরোয়া ক্রিকেটে বড় দৈর্ঘ্যের ব্যাটসম্যান হিসেবেই বেশি পরিচিত। এই বছর জাতীয় লিগে সর্বোচ্চ রান তাঁর, তার চেয়েও বড় কথা অন্তত ১ হাজার বল খেলা একমাত্র ব্যাটসম্যান তিনি। গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে এ দলের হয়ে সিলেটে পেয়েছিলেন সেঞ্চুরি, এর পরেই মূলত আলোচনায় আসেন। 

    সব মিলে ৪২টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৬.৫ গড়ে করেছেন ৩০২৩ রান। ১৬টি ফিফটির সঙ্গে আছে সাতটি সেঞ্চুরি, সর্বোচ্চ ইনিংস ১৮৯ রানের। সাদমান দলে যোগ দেওয়ায় খানিকটা সংশয়ে পড়ে গেল ইমরুল কায়েসের একাদশে থাকা। 

    ১৪ জনের দলঃ সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান ।